মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

‘নির্বাচন সুষ্ঠু না হলে দেশ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে’    গৃহকর্মী হত্যার অভিযোগে বনশ্রীতে বাড়িতে আগুন    ২০২৩ সালে দেশে এইডসে ২৬৬ জনের মৃত্যু     নিউজিল্যান্ডে আরেকটি ঐতিহাসিক জয় টাগইগারদের     নির্বাচন বাধাদানকারীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার আহ্বান ওবায়দুল কাদেরের    হবিগঞ্জের ডিসি ও তিন ওসিকে প্রত্যাহারের নির্দেশ ইসির    ভোট ঠেকানো গণতান্ত্রিক অধিকার নয়: ডিএমপি কমিশনার   
ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষে থেকেই বছর শেষ করছে আলবিসেলেস্তারা
প্রকাশ: শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩, ৬:৫৬ অপরাহ্ন

গতকাল বৃহস্পতিবার ফিফার সর্বশেষ হালনাগাদকৃত র‍্যাঙ্কিংয়ে রয়েছে সবার ওপরে আলবিসেলেস্তেরা। ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষে থেকেই বছর শেষ করছে আর্জেন্টিনা। 

কাতার বিশকাপের পর থেকে আর অবনমন ঘটেনি দলটির। বর্তমানে ১৮৫৫ দশমিক ২০ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষেই রয়েছেন মেসিরা।

র‍্যাঙ্কিং তালিকার দুইয়ে আছে ফ্রান্স। তাদের রেটিং পয়েন্ট ১৮৪৫ দশমিক ৪৪। অবস্থার নড়চড় হয়নি ফরাসিদেরও। ইংল্যান্ড ও বেলজিয়াম আছে য়থাক্রমে তিন ও চার নম্বরে। ব্রাজিলের অবস্থান তালিকার পঞ্চম স্থানে। সেলেসাওদের রেটিং পয়েন্ট ১৭৮৪ দশমিক শূন্য নয়। ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল আছে সাত নম্বরে। সেলেকসাওদের রেটিং পয়েন্ট ১৭৪৫ দশমিক শূন্য ছয়।

চলতি বছর ফুটবলে দারুণ উন্নতি করেছে বাংলাদেশ দল। র‍্যাঙ্কিং ও রেটিং, দুটিতেই উন্নতি ঘটেছে লাল-সবুজের প্রতিনিধিদের। হাভিয়ের কাবরেরার শিষ্যরা বছর শেষ করছে ১৮৩ নম্বরে থেকে। বাংলাদেশের রেটিং পয়েন্ট ৯১৬ দশমিক ৭৫।

গত অক্টোবরে ১৮৯ থেকে এগিয়ে বাংলাদেশ আসে ১৮৩ নম্বরে। ফিফার বর্তমান র‍্যাঙ্কিংয়ে অবস্থানে নড়চড় না হলেও বেড়েছে বাংলাদেশের রেটিং পয়েন্ট। এরপর গত ১ ডিসেম্বর হালনাগাদকৃত র‍্যাঙ্কিংয়ে দেখা যায়, বাংলাদেশের রেটিং পয়েন্ট ৯১২ দশমিক শূন্য ছয় থেকে বেড়ে ৯১৬ দশমিক ৭৫ হয়েছে। বিশ্বকাপ বাছাই পর্বের সর্বশেষ ম্যাচে নিজেদের চেয়ে এগিয়ে থাকা লেবাননের বিপক্ষে ড্র করে জামাল-মোরসালিনরা। এরই স্বীকৃতিস্বরূপ বৃদ্ধি পায় চার দশমিক ৬৯ পয়েন্ট।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft