প্রকাশ: রোববার, ৩১ ডিসেম্বর, ২০২৩, ১০:৪২ অপরাহ্ন
রোহিঙ্গা সন্ত্রাসী সংগঠন আরসার লজিস্টিক শাখার প্রধানসহ তিন জনকে আজ রোববার সকালে কক্সবাজার জেলা শরের কলাতলী আদর্শ গ্রাম থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১৫। এ সময় বিপুল পরিমাণ ককটেল, বিস্ফোরক সদৃশ বস্তু, সামরিক বাহিনীর মতো পোশাক এবং বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন- আরসা’র লজিস্টিক শাখার প্রধান হাফেজ রহমত উল্লাহসহ তিন জন।
র্যাব ১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন এক সংবাদ সম্মলেনে জানান, আজ রোববার (৩১ ডিসেম্বর) সকালে গোপন সংবাদ পেয়ে কক্সবাজার শহরের আদর্শগ্রামে অভিযানে নামে র্যাবের চৌকষ দল। এসময় একটি ভাড়া বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
তিনি জানান, মূলত রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জন্য আরসা তাদের শক্তি বৃদ্ধি করার চেষ্টা করছে। কৌশল হিসেবে তারা সেনাবাহিনীর পোষাক তৈরি করছে। এমনকি বোমা ও ককটেল তৈরির কাজও তারা করছে। গেলো নভেম্বর মাসে পরিচয় গোপন করে তারা কক্সবাজার শহরের আদর্শ গ্রামে ভাড়া বাসায় অবস্থান নিয়েছিল।