প্রকাশ: রোববার, ৩১ ডিসেম্বর, ২০২৩, ১১:৫৬ পূর্বাহ্ন
আগামী ৫ ফেব্রুয়ারি ঊনচল্লিশ পূর্ণ করে পা রাখবেন চল্লিশে। এই বয়সে বুট জোড়া চিরদিনের তুলে রেখে নতুন জীবনের পরিকল্পনা আঁকেন বেশিরভাগ খেলোয়াড়। নতুন জীবনের পথচলা শুরুও হয়তো করে দিয়েছেন কেউ কেউ। কিন্তু ক্রিস্তিয়ানো রোনালদো ভিন্ন ধাতুতে গড়া! বয়স ঘড়ির কাটা চল্লিশ ছুঁই ছুঁই করলেও পায়ে সেই জাদুকরী ছন্দ।
এই ‘বুড়ো’ গোলের ক্ষুধা এতটুকুও কমেনি পর্তুগিজ তারকার। ঠিকানা বদলালেও মাঠে রোনালদোর গোল উৎসবের সেই চিরায়ত ছবি। ২০২৩ সালের সর্বোচ্চ গোলদাতাও তাই ৩৯ বছরের রোনালদো। চলতি বছরও করেছেন গোলের হাফসেঞ্চুরি।
সৌদি প্রো লিগের ক্লাব আল নাসর ও জাতীয় দল পর্তুগাল মিলিয়ে চলতি বছর মোট ৫৪ গোল করেছেন ‘সিআরসেভেন’। গতকাল সৌদি প্রো লিগের ম্যাচে আল তায়ুনের বিপক্ষে আল নাসরের ৪-১ গোলের জয়েও একবার বল জালে জড়িয়েছেন পর্তুগিজ তারকা। ম্যানচেস্টার ইউনাইটেড থেকে আল নাসরে যোগ দেওয়ার বর্ষপূর্তিতে গোলটি করলেন তিনি। চলতি মৌসুমে সৌদি প্রো লিগে ১৮ লিগ ম্যাচে গোল করেছেন তিনি ২০টি।
ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ৫৯ ম্যাচ খেলে গোলগুলো করেছেন রোনালদো। এ নিয়ে পঞ্চমবার শীর্ষ গোলদাতা হিসাবে আরেকটা পঞ্জিকাবর্ষ শেষ করতে যাচ্ছেন সময়ের অন্যতম সেরা এই ফরোয়ার্ড। এর আগে ২০১১, ২০১৩, ২০১৪, ২০১৫ সালে রিয়াল মাদ্রিদ জার্সিতে ওই কীর্তি গড়েছিলেন তিনি। ২০১৬ সালে ৫৫ গোলের পর এক পঞ্জিকাবর্ষে রোনালদোর সবচেয়ে বেশি গোলের রেকর্ড এটা। রেকর্ডটা গড়ে স্বভাবত উচ্ছসিত ৩৮ বছরের রোনালদো