প্রকাশ: শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩, ৬:৪৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩, ৬:৫১ অপরাহ্ন
১৯৭০ সালের প্রথম নির্বাচনে চট্টগ্রামের ফটিকছড়ি থেকে নির্বাচিত সংসদ সদস্য, মুক্তিযুদ্ধের ১নং সেক্টরের সাব-সেক্টর কমান্ডার, চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি, ফটিকছড়ি সরকারি কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা প্রসিদ্ধ শিল্পপতি মির্জা আবু মনসুর এর দাফন রাষ্ট্রীয় মর্যাদা সম্পন্ন হয়েছে। জানাজার আগে উপজেলা প্রশাসন রাষ্ট্রীয় সম্মান গার্ড অব অনার প্রদান করেন।
মির্জা মনসুর গতকাল বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেছেন।
তিনি ফটিকছড়ির নানুপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী মির্জা বাড়ির মির্জা আবু আহমেদের ২য় পুত্র। মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রহী রেখে যান।
তার ছোট ভাই বীর মুক্তিযোদ্ধা মির্জা আকবর বলেন, আজ শুক্রবার সকালে প্রথম জানাজার নামাজ চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ মসজিদ মাঠে, দুপুরে ফটিকছড়ি কলেজ মাঠে ২য় ও বিকেলে নানুপুর আবু সোবাহান উচ্চ বিদ্যালয়ের মাঠে ৩য় জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষকসহ সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।