বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ৮ কার্তিক ১৪৩১
 

‘নির্বাচন সুষ্ঠু না হলে দেশ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে’    গৃহকর্মী হত্যার অভিযোগে বনশ্রীতে বাড়িতে আগুন    ২০২৩ সালে দেশে এইডসে ২৬৬ জনের মৃত্যু     নিউজিল্যান্ডে আরেকটি ঐতিহাসিক জয় টাগইগারদের     নির্বাচন বাধাদানকারীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার আহ্বান ওবায়দুল কাদেরের    হবিগঞ্জের ডিসি ও তিন ওসিকে প্রত্যাহারের নির্দেশ ইসির    ভোট ঠেকানো গণতান্ত্রিক অধিকার নয়: ডিএমপি কমিশনার   
রিশাদ কাজে লাগিয়েছেন মাঠের বাতাসও: সাইফার্ট
প্রকাশ: শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩, ৮:০৫ অপরাহ্ন

বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনের বোলিংয়ের ভূয়সী প্রশংসা করেছেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যান টিম সাইফার্ট। 

সাইফার্ট বলেছেন, রিশাদ কাজে লাগিয়েছেন মাঠের বাতাসও।

ম্যাচ শেষে সাইফার্ট বলেন, ‘আমার মনে হয়, সে বেশ ভালো বোলিং করেছে। সে বাতাসের গতির দিকে বোলিং করছিল, বাতাস বেশ জোরেই ছিল। সোজা মারা কঠিন ছিল। বাউন্ডারির আকারও এখানে ভালোই বড়, আবার জোরে বাতাস ছিল। সে ভালো করেছে। বাতাসে ভালো করেছে। ছেলেরা তাকে ভালোই খেলেছে। তবে তাকে কৃতিত্ব দিতেই হবে ভালো বোলিংয়ের জন্য।’

পাওয়ারপ্লের পর বাংলাদেশও ফিরে আসে দারুণভাবে, পরের ৫ ওভারে ওঠে মাত্র ১৮ রান। নিউজিল্যান্ডের ওপর চাপ তৈরি করার ক্ষেত্রে নেতৃত্ব দেন রিশাদই।

পাওয়ারপ্লেতে নিউজিল্যান্ডই এগিয়ে ছিল। এরপর বাংলাদেশ ঘুরে দাঁড়ালে ম্যাচে বিরাজ করছিল সমান অবস্থা। কিন্তু আগে থেকেই পূর্বাভাসে থাকা বৃষ্টি সে ম্যাচ হতে দেয়নি শেষ পর্যন্ত। সে পর্যন্ত তাদের ব্যাটিং ভালোই ছিল, সাইফার্ট বলেছেন এমন, ‘টসে যে–ই জিতুক না কেন, বোলিংই নিত আবহাওয়ার কারণে। তবে ব্যাটিংয়ের সময় বৃষ্টির কথা এত ভাবলে আসলে চলে না। ১১ ওভারে ভালোই করেছি। ভালো শুরু পেয়েছি। একটু চ্যালেঞ্জিং ছিল। বৃষ্টি জোরে হচ্ছিল। এর মধ্যে কীভাবে খেলবেন, সেটি কঠিন হয়ে ওঠে মাঝেমধ্যে। তবে ছেলেরা ভালো করেছে। দুর্ভাগ্যজনকভাবে পুরো ম্যাচটি হলো না।’

ম্যাচে ঝোড়ো ব্যাটিংয়ের সঙ্গে মাথায় আঘাত পেয়েও আলোচনায় ছিলেন সাইফার্ট। শরীফুল ইসলামের বলে জোরের ওপর ড্রাইভ করেছিলেন মিচেল, সেটিই গিয়ে লাগে তাঁর হেলমেটের এক পাশে। সে সময় কিছুক্ষণ বন্ধও থাকে খেলা। সাইফার্ট অবশ্য খেলা চালিয়ে গেছেন এরপরও। সেই আঘাত নিয়ে তিনি বলেছেন, ‘একটু টানটান আছে। বাকি সব ঠিক আছে। আশা করি, খারাপ কিছু নয়।’


////

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft