প্রকাশ: বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩, ৩:২১ অপরাহ্ন
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন হৃদযন্ত্রের সমস্যা নিয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। দেশের অন্যতম কিংবদন্তি ফুটবলারের শরীরে বাইপাস সার্জারির সিদ্ধান্ত নেয়া হয়েছে।
শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ার পর কাজী সালাউদ্দিনকে বুধবার হাসপাতালে ভর্তি করানো হয়। বাফুফের পক্ষ থেকে বৃহস্পতিবার সকালে তার শারীরিক অবস্থা নিয়ে বিবৃতি দেয়া হয়।
বাফুফের বিবৃতিতে জানানো হয়, ‘কাজী সালাউদ্দিন একটি পরিকল্পিত চিকিৎসার মধ্যে থাকবেন। মেডিকেল টিমের সঙ্গে পরামর্শের পর তার শরীরে বাইপাস সার্জারি করানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।’
‘বাফুফে সভাপতি শারীরিক অবস্থা নিয়ে তার পরিবার জনগণ ও গণমাধ্যমের উদ্বেগের বিষয়টিকে স্বীকার করে এবং সমর্থন জানায়। এই কঠিন সময়ে তাদের গোপনীয়তার প্রতি শ্রদ্ধা প্রদর্শনের জন্য আমরা শুধুমাত্র প্রয়োজনীয় তথ্য জানাবো। সভাপতির পরিবারের ইচ্ছাকে সম্মান দেখানোর জন্য আপনার বোঝাপড়া এবং সহযোগিতার প্রশংসা করছি।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘সভাপতির দেখভালের দায়িত্বে থাকা মেডিকেল টিমের উপর পূর্ণ আস্থা রয়েছে। আশা করা হচ্ছে, তিনি সম্পূর্ণভাবে সুস্থ হয়ে উঠবেন। আমরা দয়া করে অনুরোধ করছি , আপনারা এই সময়ে তার পরিবারের গোপনীয়তা রক্ষার আকাঙ্ক্ষাকে সম্মান করুন। আমরা আপনার বোঝাপরা এবং সমর্থনের প্রশংসা করছি।’