বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ৮ কার্তিক ১৪৩১
 

‘নির্বাচন সুষ্ঠু না হলে দেশ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে’    গৃহকর্মী হত্যার অভিযোগে বনশ্রীতে বাড়িতে আগুন    ২০২৩ সালে দেশে এইডসে ২৬৬ জনের মৃত্যু     নিউজিল্যান্ডে আরেকটি ঐতিহাসিক জয় টাগইগারদের     নির্বাচন বাধাদানকারীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার আহ্বান ওবায়দুল কাদেরের    হবিগঞ্জের ডিসি ও তিন ওসিকে প্রত্যাহারের নির্দেশ ইসির    ভোট ঠেকানো গণতান্ত্রিক অধিকার নয়: ডিএমপি কমিশনার   
আক্কেলপুরে নরেশ হত্যার দায় স্বীকার স্ত্রী ও সন্তানের
আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি:
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩, ৩:২৭ অপরাহ্ন

জয়পুরহাটের আক্কেলপুরে গত ১৮ ডিসেম্বর সকালে নরেশে রবিদাসের হাত ও পা বাধা অবস্থায় গাছে ঝুলন্ত লাশ উদ্ধার করে থানা পুলিশ। এঘটনায় নিহতের মা বাদী হয়ে থানায় মামলা করলে হত্যাকান্ডের রহস্য উদঘাটন করে থানা পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার বিষয়ে পুলিশের কাছে দায় স্বীকার করেছে স্ত্রী শান্তনা রবিদাস ও সন্তান সুজন কুমার রবিদাস।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, নরেশ জুতা সেলাইয়ের পাশাপাশি বিভিন্ন গ্রামে ফেরি করে কসমেটিকস (চুরিমালা) সামগ্রী বিক্রি করতেন। এতে যা আয় হতো তার অধিকাংশ তিনি মাদক সেবনে ব্যয় করতেন। তিনি প্রায়শই মাদক সেবন করে মাতাল অবস্থায় বাড়ি ফিরে স্ত্রী ও সন্তানকে মারধর করতো। এতে তার স্ত্রী ও সন্তান অতিষ্ঠ হয়ে এক পর্যায়ে তাকে হত্যা করার সিদ্ধান্ত নেয়। 

হত্যাকান্ডের বিবরণে তারা পুলিশকে জানায়, গত ১৭ ডিসেম্বর উপজেলার আউয়ালগাড়ি গ্রামের প্রাথমিক বিদ্যালয় মাঠে বিজয় দিবসের অনুষ্ঠানে কসমেটিকসের দোকান দেয় নরেশ। দোকান শেষ করে রোববার রাতে বাড়ি ফিরে রাতের খাবার খেয়ে তিনি বাহিরে যান। ধীরে ধীরে রাত গভীর হলেও নরেশ বাড়ি না ফিরলে তার স্ত্রী শান্তনা রবিদাস এবং তার ছেলে সুজন তাকে খুঁজতে যায়। এক পর্যায়ে গ্রামের পুর্ব দিকে তুলশী গঙ্গা নদীর মাদারতলীঘাট ব্রীজ এলাকায় গিয়ে মাদক সেবন করে মাতাল অবস্থায় নরেশকে খুজে পায় তারা। এ সময় পূর্ব পরিকল্পনা অনুয়ায়ী প্রথমে ছেলে সুজন তাকে মাটিতে ফেলে বুকের উপর চরে হাত দিয়ে গলা চেপে ধরে শ্বাস রোধ করে। এদিকে তার স্ত্রী শান্তনা পড়নের মাফলার দিয়ে দুই হাত ও দুই পা বেঁধে ধরে রাখে। একপর্যায়ে মৃত্যু নিশ্চিত করে তারা পুনরায় বাড়িতে এসে দড়ি নিয়ে আবারও ঘটনাস্থলে গিয়ে মরদেহ গাছে ঝুলিয়ে রাখে।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক আমিনুল ইসলাম আমিন বলেন, লাশ উদ্ধারের পর হত্যাকান্ডের সময় যে দড়ি দিয়ে গলায় ফাঁস দিয়ে গাছে ঝুলানো হয় সেই ব্যবহৃত দড়ির বাঁকি অংশ তার বাড়ির গোয়াল ঘর থেকে উদ্ধার করা হয়। এ বিষয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মা ছেলে উভয়ই হত্যার দায় স্বীকার করে। মামলাটির তদন্ত চলমান রয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, লাশটি উদ্ধারের পর ওই দিনই নরেশের মা লক্ষী রানী বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আমরা জিজ্ঞাসাবাদের জন্য নরেশের স্ত্রী ও ছেলেকে থানায় নিলে তারা হত্যার দায় স্বীকার করে হত্যা কান্ডের বর্ণনা দেয়। পরে ওই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft