প্রকাশ: সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩, ৫:০৭ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস ১১ দিন ছুটি কাটিয়ে আজ সোমবার ঢাকায় ফিরেছেন। গত ১৬ নভেম্বর তিনি শ্রীলঙ্কান এয়ারলাইনসের একটি ফ্লাইটযোগে ঢাকা ছাড়েন। সোমবার বেলা সাড়ে ১১টায় শ্রীলঙ্কান এয়ারলাইনসের ফ্লাইটে তিনি ঢাকায় ফিরেছেন।
রাষ্ট্রদূত ও কূটনীতিকদের তাদের কর্মস্থল থেকে নিজ দেশে বা অন্যত্র ছুটিতে যাওয়া স্বাভাবিক নিয়ম হলেও রাষ্ট্রদূত পিটার হাসের সফরটি বেশ আলোচিত হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রগুলো জানায়, পিটার হাস বেশ আগেই তাঁর ছুটিতে যাওয়ার বিষয়টি বাংলাদেশ সরকারকে জানিয়েছিলেন।
এদিকে পিটার হাস ছুটিতে কোথায় গিয়েছিলেন সে বিষয়ে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছিলেন, বিষয়টি সরকার অবগত থাকলেও বলবে না।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ছুটি কাটাতে শ্রীলঙ্কা যাওয়ার বিষয়টি পিটার হাস কয়েকটি পশ্চিমা মিশনপ্রধানকে অনানুষ্ঠানিকভাবে জানিয়েছিলেন।
পিটার হাস ছুটিতে যাওয়ার আগে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির নেতাদের কাছে মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লুর চিঠি পৌঁছে দেন।