মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১০ অগ্রহায়ণ ১৪৩১
 

‘নির্বাচন সুষ্ঠু না হলে দেশ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে’    গৃহকর্মী হত্যার অভিযোগে বনশ্রীতে বাড়িতে আগুন    ২০২৩ সালে দেশে এইডসে ২৬৬ জনের মৃত্যু     নিউজিল্যান্ডে আরেকটি ঐতিহাসিক জয় টাগইগারদের     নির্বাচন বাধাদানকারীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার আহ্বান ওবায়দুল কাদেরের    হবিগঞ্জের ডিসি ও তিন ওসিকে প্রত্যাহারের নির্দেশ ইসির    ভোট ঠেকানো গণতান্ত্রিক অধিকার নয়: ডিএমপি কমিশনার   
নিক্সনের প্রার্থিতা বাতিলের আবেদন প্রতিপক্ষের
প্রকাশ: শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩, ১০:০৯ অপরাহ্ন

খিচুড়ি খাওয়ার জন্য কর্মীর হাতে প্রকাশ্যে টাকা দেওয়ার অভিযোগ এনে ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান চৌধুরী নিক্সনের প্রার্থিতা বাতিল চেয়ে আবেদন করেছেন প্রতিপক্ষ। 

আওয়ামী লীগের প্রার্থী কাজী জাফর উল্যাহ চৌধুরীর প্রধান নির্বাচনি এজেন্ট ও ভাঙ্গা  উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুর রহমান স্বাক্ষরিত ওই আবেদন আজ শনিবার রিটার্নিং কর্মকর্তার কাছে দেওয়া হয়েছে।

ফরিদপুরের রিটার্নিং কর্মকর্তা ও ডিসি মো. কামরুল আহসান তালুকদার সাংবাদিকদের বলেন, “আবেদনটি নির্বাচনি অনুসন্ধান কমিটিতে পাঠানো হয়েছে। কমিটির প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিষয়টি প্রধান নির্বাচন কমিশনারের কাছে পাঠানো হবে।”

ডিসি সাংবাদিকদের বলেন, “আবেদনটি নির্বাচনি অনুসন্ধান কমিটিতে পাঠানো হয়েছে।”

ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের প্যাডে পাঠানো আবেদনে উল্লেখ্য করা হয়, “২৮ ডিসেম্বর দুপুরে ভাঙ্গা থানার উত্তর পাশে অটোস্ট্যান্ডে একটি নির্বাচনি সভায় প্রকাশ্যে ভোটারদের মাঝে টাকা বিতরণ করেছেন নিক্সন চৌধুরী। তিনি প্রকাশ্যে অর্থের মাধ্যমে ভোটারদের প্ররোচিত করে নির্বাচনী আচরণবিধি ৩(১) ধারার সুস্পষ্ট লঙ্ঘন করেছেন। নির্বাচন আচরণবিধি ভঙ্গের দায়ে তার প্রার্থিতা বাতিল করার জন্য জোর দাবি জানাচ্ছি।”

এ বিষয়ে জানতে চাইলে ঈগল প্রতীকের প্রার্থী মজিবুর রহমান নিক্সন চৌধুরী সাংবাদিকদের বলেন, “আমার নামে মিথ্যা প্রচার করা হচ্ছে। তারা খিচুড়ি খাওয়ার জন্য আমার কাছে কিছু টাকা চেয়েছিল, আমি তাদের বকশিশ হিসেবে দিয়েছি। আমি এভাবে অনেক গরিব-দুঃখী মানুষকে সহযোগিতা করে থাকি, এটা নির্বাচনি বিষয় না।”

আওয়ামী লীগের প্রার্থী কাজী জাফর উল্যাহ বলেন, “আমি যে অভিযোগ করেছি তা এরই মধ্যে প্রমাণ হয়েছে। স্বতন্ত্র প্রার্থী কালো টাকা ছড়িয়ে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছেন। আমি আশা করি, কর্তৃপক্ষ এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। আমরা চাই, আওয়ামী লীগের পক্ষ থেকে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হবে। ভোটাররা যাকে খুশি তাকে ভোট দিতে পারবেন।”

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft