প্রকাশ: রোববার, ৩১ ডিসেম্বর, ২০২৩, ১১:৪৭ পূর্বাহ্ন
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, 'দেশের মানুষের সম্পদ লুট করে আওয়ামী লীগের নেতারা শাদ্দাদের বেহেশত বানিয়েছে। তারা এই বেহেশত হাতছাড়া করতে চায় না। সেজন্য তারা আমরা আর মামুরা নির্বাচন, নিজেরা নিজেরা নির্বাচনের আয়োজন করছে।'
রোববার (৩১ ডিসেম্বর) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলন সফল করতে মালিবাগ কাঁচাবাজার এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ শেষে এসব কথা বলেন তিনি।
দেশবাসীকে নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে রিজভী বলেন, ‘এ নির্বাচন হচ্ছে আমরা আর মামুরা নির্বাচন, নিজেরা নিজেরা নির্বাচন, একক নির্বাচন। এটি জনগণের নির্বাচন নয়। এটি ভোটারদের নির্বাচন নয়। এখানে ভোটাররা যেতে পারবে না।’
বিএনপির এই নেতা বলেন, কেন এ নির্বাচন করছে আওয়ামী লীগ। কারণ তারা যে লুট করছে, যে সম্পদ করেছে, সম্পদ পাচার করেছে, তারা যে আজকে বিত্তবৈভবের মালিক হয়েছে সেটি তারা বজায় রাখতে চায়। জনগণের সম্পদ লুট করে আজকে তারা শাদ্দাদের বেহেশত বানিয়েছে। তাই এ বেহেশত তারা হাতছাড়া করতে চায় না।’
দেশবাসীকে ভোট বর্জনের আহ্বান জানিয়ে রিজভী বলেন, 'দুর্নীতিবাজদের বিরুদ্ধে, লুটেরাদের বিরুদ্ধে খুনিদের বিরুদ্ধে অবস্থান নিন, নির্বাচন বর্জন করুন, এ নির্বাচনে কেউ ভোট কেন্দ্রে যাবেন না।'