প্রকাশ: সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩, ৫:০৮ অপরাহ্ন
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় মৌমিতা পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে যুবদলের চার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় ঘটনার পরপরই তাদের গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওয়ারী বিভাগ।
গ্রেপ্তারকৃতরা হলেন ঢাকা মহানগর দক্ষিণের ২০ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মো. দুলু, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য মো. জয়নাল আবেদীন, মো. আব্বাস আলী ও মো. আব্দুল লতিফ বিপ্লব।
সোমবার মিন্টো রোডে ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা প্রধান অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ।
তিনি বলেন, রবিবার সন্ধ্যায় বিএনপি-জামায়াতের ডাকা অবরোধে যাত্রাবাড়ীর কাজলা এলাকায় মৌমিতা পরিবহনের একটি বাসে আগুন আগুন দিয়ে পালিয়ে যাওয়ার সময় যুবদলের চারজন নেতাকে হাতেনাতে গ্রেপ্তার করে ডিবি।
হারুন অর রশীদ বলেন, সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে তারা আগুন লাগায়। এরপর ৭টা ৪০ মিনিটে তাদের গ্রেপ্তার করা হয়। তারা সবাই যুবদলের নেতা, এটা তারা স্বীকার করেছেন।