প্রকাশ: সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩, ৫:০৫ অপরাহ্ন
তামিম ইকবালের ভবিষ্যৎ জানতে বেশ কিছুদিন ধরে অপেক্ষা করছিল বিসিবি। গতকাল বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠকে বসার কথা থাকলেও শেষ মুহূর্তে তা পিছিয়ে যায়।
অবশেষে আজ তামিমের সঙ্গে বৈঠক হয়েছে বিসিবি সভাপতির। বৈঠকের জন্য দুপুর ১২টার দিকে নাজমুলের গুলশানের বাসভবনে আসেন তামিম।
প্রায় দেড় ঘণ্টার বৈঠক শেষে বেলা ১টা ৪৫ মিনিটে সেখান থেকে বেরিয়ে যান তিনি। বিসিবি সভাপতির সঙ্গে কী আলাপ হয়েছে, এ নিয়ে অবশ্য তামিম সংবাদমাধ্যমে কোনো কথা বলেননি। তবে জানা গেছে, বিকাল ৫টায় বনানীতে নিজ বাসায় তিনি কথা বলবেন।
বিসিবি সভাপতি নাজমুল অবশ্য জানিয়েছেন, ‘আমি ওকে (তামিম) বলেছি, আমি আগে সব জেনে নিই। শুধু তোমার সাথে কথা বলে তো হবে না। আমি সবার সাথে কথা বলব, আমি ভেতরে ঢুকতে চাই। এরপর যা যা সিদ্ধান্ত নেওয়ার আমি নেব। এটা কে পছন্দ করল বা না করল, আমার কিছু আসে-যায় না।
ক্রিকেটের স্বার্থে যা যা সিদ্ধান্ত নিতে হয়, সেটা যদি খুব কঠিনও হয়, আমি নেব।’
নাজমুলের কথায় বিসিবি ছাড়ারও আভাস পাওয়া গেছে। তবে দায়িত্ব ছাড়ার আগে বাংলাদেশ দলকে গুছিয়ে দিয়ে যেতে চান তিনি, ‘এবারের মেয়াদ তো আর বেশি দিন নেই। আমিও আর বেশি দিন নেই। এক বছর আছে।
তবে যাওয়ার আগে নিশ্চিতভাবে আমি দলটাকে ঠিক করে যাব, মানে যা যা করা দরকার। সেটা ঠিক হবে কি না, আমি জানি না। আমি যেটা মনে করি, যেটা করা দরকার করব। সেটা যদি অনেক কঠিন সিদ্ধান্ত হয়, সেটাও নেব।’