বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ৮ কার্তিক ১৪৩১
 

‘নির্বাচন সুষ্ঠু না হলে দেশ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে’    গৃহকর্মী হত্যার অভিযোগে বনশ্রীতে বাড়িতে আগুন    ২০২৩ সালে দেশে এইডসে ২৬৬ জনের মৃত্যু     নিউজিল্যান্ডে আরেকটি ঐতিহাসিক জয় টাগইগারদের     নির্বাচন বাধাদানকারীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার আহ্বান ওবায়দুল কাদেরের    হবিগঞ্জের ডিসি ও তিন ওসিকে প্রত্যাহারের নির্দেশ ইসির    ভোট ঠেকানো গণতান্ত্রিক অধিকার নয়: ডিএমপি কমিশনার   
গাজায় ইসরায়েল যা করছে, দেশে বিএনপি তা করছে: ওবায়দুল কাদের
প্রকাশ: রোববার, ৩১ ডিসেম্বর, ২০২৩, ১:৫২ অপরাহ্ন

নিজ নির্বাচনী এলাকা নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে আজ রোববার এক পথসভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ফিলিস্তিনের গাজায় ইসরায়েল যা করছে, বাংলাদেশে বিএনপি তা করছে।

ওবায়দুল কাদের আরো বলেন, ‘বিএনপি বাস পোড়াচ্ছে, ট্রেন পোড়াচ্ছে, মানুষকে আগুন দিয়ে হত্যা করছে। ফিলিস্তিনের গাজায় ইসরায়েল যা করছে, বাংলাদেশে বিএনপি তা করছে। ওই হানাদার বাহিনী যে নিকৃষ্ট কাজ করছে, তা বাংলাদেশে করা হচ্ছে তারেক জিয়ার নির্দেশে। তারেক জিয়ার দেশে আসার সাহস নাই। বিএনপির সৎ সাহস নাই, তারা পালিয়ে গেছে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘নির্বাচন বিরোধীরা অপপ্রচার চালাচ্ছে, যাতে ভোটকেন্দ্রে ভোটাররা না আসতে পারে। তাদের জবাব দিতে হবে। আমরা দলে দলে একত্র হয়ে তার জবাব দেব। ৭ জানুয়ারি আমরা জবাব দেব। খেলা ত হবে। ৭ জানুয়ারি ফাইনাল খেলা।’

আন্তর্জাতিক সংস্থা নির্বাচন পর্যবেক্ষণ করছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘তারা যদি নির্বাচনে পরামর্শ দেয়, তাহলে আমরা গ্রহণ করব। তবে নির্বাচনের ক্ষতি হয় এমন কিছু মেনে নেব না।’

এর আগে সকাল সাড়ে ১০টায় বাবা–মায়ের কবর জিয়ারত শেষে গণসংযোগ শুরু করেন ওবায়দুল কাদের। সকালে বসুরহাটে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে কিছুক্ষণ অবস্থান করেন। পরে চর কাঁকড়া ইউনিয়নের সিদ্দিকিয়া বাজারে গণসংযোগ দিয়ে প্রচার শুরু করেন তিনি। এ সময় তিনি পথে পথে বিভিন্ন স্থানে গণসংযোগ করেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft