শুক্রবার ২৫ অক্টোবর ২০২৪ ৯ কার্তিক ১৪৩১
 

‘নির্বাচন সুষ্ঠু না হলে দেশ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে’    গৃহকর্মী হত্যার অভিযোগে বনশ্রীতে বাড়িতে আগুন    ২০২৩ সালে দেশে এইডসে ২৬৬ জনের মৃত্যু     নিউজিল্যান্ডে আরেকটি ঐতিহাসিক জয় টাগইগারদের     নির্বাচন বাধাদানকারীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার আহ্বান ওবায়দুল কাদেরের    হবিগঞ্জের ডিসি ও তিন ওসিকে প্রত্যাহারের নির্দেশ ইসির    ভোট ঠেকানো গণতান্ত্রিক অধিকার নয়: ডিএমপি কমিশনার   
‘মানিকে মাগে হিতে’র শিল্পী ইয়োহানির সঙ্গে গাইলেন সাকিব
প্রকাশ: রোববার, ৬ আগস্ট, ২০২৩, ৬:৩৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: রোববার, ৬ আগস্ট, ২০২৩, ৬:৩৫ অপরাহ্ন

নাম তাঁর ইয়োহানি দিলোকা দি সিলভা। সংক্ষেপে সবাই তাঁকে ইয়োহানি নামেই ডাকে। ৩০ বছর বয়সী ইয়োহানি শ্রীলঙ্কার সংগীতশিল্পী। তিনি র‌্যাপ গান করেন, গান লেখেন এবং ইউটিউবারও। সিংহলিজ ভাষায় গাওয়া ‘মানিকে মাগে হিতে’ গানটি দিয়ে বিশ্বব্যাপী পরিচিতি পাওয়া এই সংগীতশিল্পী এবারের লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল) ঘিরে লাইভ অনুষ্ঠান করছেন।

ম্যাচের সময় সাইডলাইনে বিভিন্ন খেলোয়াড়ের সঙ্গে কথোপকথনের লাইভ তো তিনি করছেনই, এই টুর্নামেন্ট ঘিরে খেলোয়াড়দের অভিজ্ঞতা কী, তা নিয়ে তিনি লাইভ করছেন টুইটারেও। তেমনই এক লাইভে আজ ইয়োহানি কথা বলেছেন গল টাইটানসে খেলা বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানের সঙ্গে।

অনুষ্ঠানের প্রথমে সাকিবকে দুটি প্রশ্ন করেন ইয়োহানি। লঙ্কান প্রিমিয়ার লিগ নিয়ে একটি প্রশ্নের পর সাকিবকে তিনি জিজ্ঞেস করেন, শ্রীলঙ্কার কোন বিষয়টি সবচেয়ে ভালো লাগছে। এই প্রশ্নোত্তর পর্বের পর সাকিবকে গানের চ্যালেঞ্জ আহ্বান জানান ইয়োহানি।

সাকিব প্রথমে হাসতে হাসতে ইয়োহানিকে বলেন, ‘গানের চ্যালেঞ্জের জন্য আমি তৈরি নই। তারপরও চেষ্টা করা যেতে পারে। জীবনে কখনো গান গাইনি।’ সাকিবের এই কথা শোনেনইনি, এমন ভান করে ইয়োহানি গাইতে শুরু করেন। তাঁর সঙ্গে দুই লাইন গান গেয়েছেন সাকিবও। গানটি ছিল এ রকম—আজকাল তেরে মেরে পেয়ারকি

এর আগে ইয়োহানির করা লঙ্কান প্রিমিয়ার লিগ কেমন লাগছে, প্রশ্নের উত্তরে সাকিব বলেছেন, ‘যদ্দুর মনে পড়ছে, অনূর্ধ্ব–১৯ থেকে আমি শ্রীলঙ্কা সফর করছি। বাংলাদেশ দলও অন্তত দুই বছরে একবার শ্রীলঙ্কা সফর করে। সব মিলিয়ে আমি এখানে অনেকবারই এসেছি।’

সাকিব এরপর যোগ করেন, ‘লঙ্কা প্রিমিয়ার লিগে এটাই আমার প্রথম। এই টুর্নামেন্টের অংশ হতে পেরে খুব রোমাঞ্চিত। ভালো কাটছে। দলও শীর্ষ দুইয়ের মধ্যে আছে (আসলে ১ নম্বরে)। আমরা অনেক ভালো করছি। এই ফর্মটা ধরে রাখার আশা করছি।’

শ্রীলঙ্কার কোন বিষয়টি সবচেয়ে ভালো লাগছে—এই প্রশ্নের উত্তরে সাকিব বলেন, ‘এখানকার আতিথেয়তা। এখানকার মানুষ খুব বন্ধুসুলভ। খুব অতিথিপরায়ণ। এর চেয়ে বেশি কিছু আপনি আশা করতে পারেন না। শ্রীলঙ্কা খুব সুন্দর দেশ। এর সঙ্গে এখানকার মানুষের আতিথেয়তা অসাধারণ।’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft