বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১২ অগ্রহায়ণ ১৪৩১
 

‘নির্বাচন সুষ্ঠু না হলে দেশ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে’    গৃহকর্মী হত্যার অভিযোগে বনশ্রীতে বাড়িতে আগুন    ২০২৩ সালে দেশে এইডসে ২৬৬ জনের মৃত্যু     নিউজিল্যান্ডে আরেকটি ঐতিহাসিক জয় টাগইগারদের     নির্বাচন বাধাদানকারীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার আহ্বান ওবায়দুল কাদেরের    হবিগঞ্জের ডিসি ও তিন ওসিকে প্রত্যাহারের নির্দেশ ইসির    ভোট ঠেকানো গণতান্ত্রিক অধিকার নয়: ডিএমপি কমিশনার   
ভোলায় রাজুর আবিষ্কার, জ্বালানীবিহীন মটর সাইকেল
সাব্বির আলম বাবু, ভোলা প্রতিনিধিঃ
প্রকাশ: মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২, ২:৪০ অপরাহ্ন

কোনরকম জ্বালানি ছাড়াই চলছে মোটরসাইকেল, প্রতি ১৫০ কিলোমিটার চলতে খরচ হচ্ছে মাত্র ১২টাকা..! মোটর সাইকেলটি উদ্ভাবন করেছেন ভোলা সদর উপজেলার উকিল পাড়ার মোটর মেকানিক মৃত মীর আনোয়ার হোসেনের ছেলে মীর ইব্রাহিম হোসেন রাজু।

মোটরসাইকেলটি ব্যাটারি চালিত। দীর্ঘ ২ বছরের চেষ্টায় নিজস্ব প্রযুক্তিতে জ্বালানি ছাড়াই মোটরসাইকেল চালাতে সক্ষম হন এই তরুণ উদ্ভাবক। আর এভাবেই তাক লাগিয়ে দিয়েছেন স্থানীয়দের। তার এই উদ্ভাবন কোন ধরনের তেল-গ্যাস ছাড়া, ধোয়া বিহীন এবং শতভাগ পরিবেশ বান্ধব।

রাজু জানান, মাধ্যমিকের গন্ডি পার করে যখন ভকেশনালের ছাত্র ঠিক তখন বাবাকে হারান। গ্যারেজের দায়িত্ব নিজের কাঁধে নিতে হয়। সংসার চালাতে হাতে তুলে নেন লোহার যন্ত্রপাতি। শুরু হয় কিশোর রাজুর জীবন সংগ্রাম। 

গ্যারেজে কাজ করার ফাঁকেই শুরু করেন জ্বালানি বিহীন মোটরসাইকেল তৈরির কাজ। দেখতে দেখতে একসময় তিনি লক্ষ্যেও পৌঁছে যান। ভোলা সদর উপজেলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস স্ট্যান্ডের সঙ্গেই রাজুর মোটর গ্যারেজ।

 তিনি জানান, ২০১০ সাল থেকে তেলবিহীন মটরসাইকেল তৈরির চেষ্টা শুরু তার। কাজ শুরু করেন। একটানা ২ বছর সাধনার পর এটি তৈরি করতে সক্ষম হন তিনি।

দীর্ঘ গবেষণায় তার কমপক্ষে দেড় লাখ টাকা ব্যয় হলেও বর্তমানে এটি তৈরিতে ব্যয় হবে ৮৫ হাজার টাকা। আর সময় লাগবে ১৫ দিন। মোটর সাইকেলটির ইঞ্জিন চালাতে ১২ ভোল্টের ৪টি ব্যাটারি ও পাওয়ার কন্ট্রোল বক্স ব্যবহার করা হয়েছে। 

আর ব্যাটারি চার্জ হতে সময় লাগে ৩ ঘন্টা। প্লাস্টিক, ব্যাটারি, লোহা ও অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি এ মোটর সাইকেলটির বাণিজ্যিক উৎপাদনও সম্ভব। 

কোনো প্রতিষ্ঠান বা সরকার এগিয়ে এলে পরিবেশবান্ধব মোটরসাইকেলটি বিদেশেও রফতানি করা সম্ভব হবে বলে মনে করেন তিনি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft