মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

‘নির্বাচন সুষ্ঠু না হলে দেশ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে’    গৃহকর্মী হত্যার অভিযোগে বনশ্রীতে বাড়িতে আগুন    ২০২৩ সালে দেশে এইডসে ২৬৬ জনের মৃত্যু     নিউজিল্যান্ডে আরেকটি ঐতিহাসিক জয় টাগইগারদের     নির্বাচন বাধাদানকারীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার আহ্বান ওবায়দুল কাদেরের    হবিগঞ্জের ডিসি ও তিন ওসিকে প্রত্যাহারের নির্দেশ ইসির    ভোট ঠেকানো গণতান্ত্রিক অধিকার নয়: ডিএমপি কমিশনার   
ঈদে পতেঙ্গা সৈকতে মানুষের ঢল
প্রকাশ: সোমবার, ১১ জুলাই, ২০২২, ৮:২৪ অপরাহ্ন

ঈদের ছুটিতে সৈকতে ঢল নেমেছে সাধারণ মানুষের। অনেকেরই মুখে নেই মাস্ক। মানছেন না স্বাস্থ্যবিধি। ফলে স্বাস্থ্যঝুঁকি নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। দেখা গেছে, সৈকতে এসে কেউ মেতেছেন সমুদ্র স্নানে, কেউবা চড়ছেন স্পিড বোটে। সৈকতে ফুচকা বিলাসেও মেতেছেন অনেকে। 

সকাল থেকেই সৈকত অভিমুখে দেখা যায় জনস্রোত। বিকেলে বাঁধ ভেঙে যায় সেই স্রোতের। নানা বয়সী মানুষের মিলনমেলায় পরিণত হয় এ সৈকত। নগরীর চান্দগাঁও আবাসিক এলাকা থেকে পরিবার-পরিজন নিয়ে পতেঙ্গা সমুদ্র সৈকতে বেড়াতে এসেছেন মুসাহিদ তালুকদার। পরিবারের কিছু সদস্য স্পিড বোটে চড়ে সমুদ্র স্নানে নেমেছেন। আর মুসাহিদ তার স্ত্রীকে নিয়ে সৈকতের পাড়ে খাচ্ছেন ফুচকা।  তিনি বলেন, বেশ আনন্দের জোয়ার বইছে সৈকতে। তবে স্বাস্থ্যবিধি মানছেন না অনেকে। অনেকের মুখেই মাস্ক নেই। কোনো ধরনের সামাজিক দূরত্বের বালাইতো নেইই। 

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবীর হোসেন বলেন, ঈদের পরের দিন আজ সোমবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ১০ হাজারেরও বেশি লোক সমাগম হয়েছে সমুদ্র সৈকতে। 

তিনি বলেন, পুলিশের পক্ষ থেকে বিভিন্ন ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যারা সমুদ্রে গোসল করতে নামছেন তাদের দেওয়া হচ্ছে নানা ধরনের সতর্কতামূলক বার্তা। এ জন্য মাইকিং করা হয়েছে। এছাড়া ইভটিজিং রোধেও কাজ করছে পুলিশ। তাদের সঙ্গে আছেন স্বেচ্ছাসেবীরাও।  

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft