প্রকাশ: সোমবার, ১১ জুলাই, ২০২২, ৮:১৭ অপরাহ্ন
আজকের দিনে আলো করে পৃথিবীতে এসেছিলেন এই বাংলা চলচ্চিত্রের সুহাসিনী নায়িকা পূর্ণিমা। উজ্জ্বল পূর্ণিমার চাঁদরে মতোই হয়েছিল তার আগমন। কাজের মধ্য দিয়ে ছড়িয়েছেন শুধুই আলো। সেই ক্লাস নাইনে থেকে অভিনয় জীবনের যাত্রা শুরু। ১৯৯৮
সালে জাকির হোসেন রাজুর ‘এ জীবন তোমার আমার’ ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়েছিল পূর্ণিমার।
চট্টগ্রামের ফটিকছড়িতে ১৯৮১ সালের ১১ জুলাই জন্ম পূর্ণিমার। তার পারিবারিক নাম দিলারা হানিফ পূর্ণিমা। চট্টগ্রামেই কেটেছে শৈশব ও প্রাথমিক শিক্ষাজীবন।
অভিনয়ের প্রতি তার আগ্রহের কারণেই বেশ অল্প বয়সেই ঢাকাই চলচ্চিত্রে নাম লেখান। প্রায় দুই যুগের অভিনয়জীবনে শতাধিক দর্শকনন্দিত ছবি উপহার দিয়েছেন। পাশাপাশি ছোট পর্দা, অর্থাৎ টেলিভিশন নাটকে কাজ করছেন তিনি। উপস্থাপনা করেছেন বেশ কিছু জনপ্রিয় অনুষ্ঠান।
ঈদ মৌসুমে বিভিন্ন টিভি চ্যানেলে ব্যস্ত সময় পার করছেন এই নায়িকা। সবশেষ চেনা ব্যক্তিত্বদের অজানা গল্প নিয়ে দীপ্ত টিভিতে প্রচার হচ্ছে ‘ফ্রুটিকা চেনা মুখ অজানা গল্প’ অনুষ্ঠান। ঈদে সাত পর্বের এই অনুষ্ঠানে উপস্থাপকের ভূমিকায় দেখা যাবে পূর্ণিমাকে। এছাড়া ঈদের দিন এসএ টিভির ‘গল্প আড্ডা’ অনুষ্ঠান উপস্থাপনায়ও দেখা গেছে তাকে।
পূর্ণিমা ক্যারিয়ারে তুঙ্গস্পর্শী জনপ্রিয়তা থাকাকালে ২০০৭ সালের ৪ নভেম্বর পারিবারিকভাবে আহমেদ জামাল ফাহাদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জনপ্রিয় তারকা পূর্ণিমা। ২০১৪ সালের ১৩ এপ্রিল কন্যাসন্তান জন্ম দেন এ অভিনেত্রী। মেয়ের নাম রেখেছেন আরশিয়া উমাইজা। কাজ-স্বামী-সংসার নিয়ে বেশ কেটে যাচ্ছে পূর্ণিমার দিন।