প্রকাশ: শুক্রবার, ১ এপ্রিল, ২০২২, ৪:৪৮ অপরাহ্ন
অর্থনৈতিক সংকটের কারণে সরকারকে দায়ী করে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় শ্রীলঙ্কার প্রেসিডেন্টের বাসভবনের কাছাকাছি এলাকায় জড়ো হন শত শত বিক্ষোভকারী। এ সময় তারা প্রেসিডেন্টের বাসভবনে হামলার চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে তুমুল সংঘর্ষ বাঁধে। এরপর পরিস্থিতি সামলাতে রাতেই কারফিউ জারির ঘোষণা দেয় কর্তৃপক্ষ। রাজধানী কলম্বোতে অনির্দিষ্টকালের কারফিউ ঘোষণা করা হয়েছে। খবর আল জাজিরা।
এদিকে প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের পদত্যাগ দাবিকারী বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বিক্ষোভকারীরা কলম্বোর মিরিহানা আবাসিক কোয়ার্টারে প্রেসিডেন্ট রাজাপাকসের বাড়ির দিকে যাওয়ার গলিতে দাঁড় করানো একটি সেনাবাহিনীর বাস এবং পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। বিক্ষোভকারীরা পাশের একটি বাড়ির প্রাচীরও ভেঙে ফেলেন। এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দিকে ইটপাটকেল ছুড়ে মারেন।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, হামলার সময় রাজাপাকসে বাড়িতে ছিলেন না। তবে, সামরিক কর্মকর্তারা দেশটির সংকট নিয়ে আলোচনার জন্য রাজাপাকসের বাড়িতে বৈঠক করেছিলেন।
দুই কোটি ২০ লাখ জনসংখ্যার শ্রীলঙ্কা, দেশটির স্বাধীনতার পর থেকে এযাবৎকালের চরম মন্দার কবলে পড়েছে। বৈদেশিক মুদ্রার অভাবে দেশটি সবচেয়ে প্রয়োজনীয় পণ্যগুলোও আমদানি করতে পারছে না।