মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

‘নির্বাচন সুষ্ঠু না হলে দেশ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে’    গৃহকর্মী হত্যার অভিযোগে বনশ্রীতে বাড়িতে আগুন    ২০২৩ সালে দেশে এইডসে ২৬৬ জনের মৃত্যু     নিউজিল্যান্ডে আরেকটি ঐতিহাসিক জয় টাগইগারদের     নির্বাচন বাধাদানকারীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার আহ্বান ওবায়দুল কাদেরের    হবিগঞ্জের ডিসি ও তিন ওসিকে প্রত্যাহারের নির্দেশ ইসির    ভোট ঠেকানো গণতান্ত্রিক অধিকার নয়: ডিএমপি কমিশনার   
আসন্ন নির্বাচনে অংশগ্রহন করতে পারবেন না ইমরান খান
প্রকাশ: শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩, ৯:৪০ অপরাহ্ন

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের প্রধান ইমরান খান আগামী আগামী ৭ ফেব্রুয়ারি পাকিস্তানে হতে যাওয়া সাধারণ নির্বাচনে লড়তে পারবেন না। কারণ, তার মনোনয়নপত্র বাতিল করে দিয়েছে দেশটির নির্বাচন কমিশন। দ্য নিউজ ইন্টারন্যাশনাল বিষয়টি পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসি)'র বরাত দিয়ে জানিয়েছে।

কারাবন্দি ইমরানকে এবার নির্বাচনে লড়াইর জন্য অযোগ্য বলে ঘোষণা করা হয়েছিলো। তার পরও শুক্রবার তিনি মিয়াঁওয়ালি আসনের জন্য মনোনয়ন জমা দেন। 

তার হয়ে মনোনয়ন জমা দেন পিটিআই নেতা উমর বোদলা। কিন্তু সেই মনোনয়নপত্রও বাতিল হয়ে গেলো। পাকিস্তানের হয়ে বিশ্বকাপ ক্রিকেটের শিরোপা জয়ী অধিনায়ক ইমরান খান অনাস্থা ভোটে হেরে গত বছরের এপ্রিলে প্রধানমন্ত্রীর পদ হারান। এর পর একের পর সংকট ঘনিয়ে এসেছে তার রাজনৈতিক জীবনে।

তার বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে। প্রধানমন্ত্রী থাকাকালীন সরকারি উপহার বিক্রি করে দেয়ার অভিযোগে গত ৫ অগস্ট তাকে তিন বছরের কারাদণ্ড দেয় আদালত। ওই সাজার ফলে আগামী পাঁচ বছর পাকিস্তানে কোনও নির্বাচনে লড়তে পারবেন না ইমরান। 

আদালতের এই নির্দেশের বিরুদ্ধে তিনি ইসলামাবাদ হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ইমরান খান। কিন্তু হাইকোর্ট তার আবেদন খারিজ করে দিয়েছে। এর পর সুপ্রিম কোর্ট আপিল করেন তিনি। সুপ্রিমকোর্ট একটি মামলায় জামিন দিয়েছে ইমরানকে ৷ কিন্তু অন্য মামলার কারণে তাঁর মুক্তি আপাতত মিলছে না। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft