মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

‘নির্বাচন সুষ্ঠু না হলে দেশ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে’    গৃহকর্মী হত্যার অভিযোগে বনশ্রীতে বাড়িতে আগুন    ২০২৩ সালে দেশে এইডসে ২৬৬ জনের মৃত্যু     নিউজিল্যান্ডে আরেকটি ঐতিহাসিক জয় টাগইগারদের     নির্বাচন বাধাদানকারীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার আহ্বান ওবায়দুল কাদেরের    হবিগঞ্জের ডিসি ও তিন ওসিকে প্রত্যাহারের নির্দেশ ইসির    ভোট ঠেকানো গণতান্ত্রিক অধিকার নয়: ডিএমপি কমিশনার   
ফেনীতে উদ্যোক্তাদের সাথে ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময়
ফেনী জেলা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১ এপ্রিল, ২০২২, ৪:৩৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: শুক্রবার, ১ এপ্রিল, ২০২২, ৪:৫২ অপরাহ্ন

জনতা ব্যাংক লিমিটেড ফেনী জেলা শাখার আয়োজনে কটেজ, মাইক্রো, স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজ (সি এম এস এমই) খাতে অর্থায়ন কার্যক্রম পরিচালনায় এক মতবিনিময় সভা শুক্রবার (০১ এপ্রিল) হোটেল বেস্ট ইনে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক, চট্টগ্রামের নির্বাহী পরিচালক মো. নজরুল ইসলাম। তিনি বলেন, দেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীর ঘোষিত সি এম এস এমই খাতের জন্য বিশেষ প্রণোদনা প্যাকেজ ঋণের শতভাগ বিতরণ বাস্তবায়নের জন্য বিশেষভাবে অনুরোধ করেন। 

জনতা ব্যাংক লিমিটেড, নোয়াখালীর মহাব্যবস্থাপক বিশ্বজিত কর্মকারের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন জনতা ব্যাংক লিমিটেড প্রধান কার্যালয় ঢাকার মহাব্যবস্থাপক মো. শামীম আলম কোরেশী। স্বাগত বক্তব্য রাখেন জনতা ব্যাংক লিমিটেড ফেনীর এজিএম-ইনচার্জ মো. এমরান হোসেন মজুমদার। 
ফেনীতে উদ্যোক্তাদের সাথে ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময়

ফেনীতে উদ্যোক্তাদের সাথে ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময়

শাখা ব্যবস্থাপক মো. আশরাফ-উদ-দৌলার সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লি. কুমিল্লা অঞ্চল প্রধান ও ব্যাংকার্স ফোরাম ফেনীর সভাপতি শামছুল করিম মজুমদার। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিসিক ফেনীর এজিএম অরবিন্দ দাস, ফেনী চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সভাপতি আয়নুল কবির শামীম, প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা আবু তাহের। উদ্যোক্তাদের মাঝে বক্তব্য রাখেন আমির হোসেন ভূঁইয়া, কাজী জামাল উদ্দিন, কামরুন নেসা মনি, আবদুল মোতালেব, জামাল উদ্দিন, ড. বেলাল উদ্দিন আহমদ, জামাল উদ্দিন, নাজরানা হাফিজ অমলান, ডা. শাহাদাৎ হোসেন। 

সভায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক চালিকাশক্তিকে গতিশীল করার লক্ষ্যে এসএমই খাতের ঋণ বিতরণে সমন্বিত ও সুচারুরূপে বাস্তবায়নে কাজ করছে ব্যাংকিং খাত। সভায় ব্যাংকের উচ্চ পর্যায়ের কর্মকর্তা, বাণিজ্যিক  সংগঠন, উদ্যোক্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, শিল্প প্রতিষ্ঠান প্রধান এবং প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠানসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft