প্রকাশ: শুক্রবার, ১ এপ্রিল, ২০২২, ৪:৫০ অপরাহ্ন
শুক্রবার (১ এপ্রিল) স্থানীয় সময় সকালে ইউক্রেনের দুটি সামরিক হেলিকপ্টার রাশিয়ার বেলগোরদে একটি জ্বালানি ডিপোতে আঘাত করেছে বলে দাবি করেছে রাশিয়ার বেলগোরদ শহরের গভর্নর ব্যাচেস্লাভ গ্ল্যাডকভ।
প্রতিবেদনে বলা হয়, বেলগোরদ ইউক্রেনের উত্তর সীমান্ত ঘেঁষা রাশিয়ার একটি শহর। দুই দিন আগে এই এলাকার একটি অস্ত্রাগারে বিস্ফোরণের ঘটনার পর অভিযোগের তীর ছোড়া হয় ইউক্রেনের দিকে। এবার অভিযোগ এলো তেল ডিপোতে হামলার।
রুশ গভর্নরের দাবি, হামলার ফলে তেল ডিপোতে আগুন লাগে। আহত হয় দুইজন। তবে তা গুরুতর কিছু নয়। দমকলবাহীনি সেখানে কাজ করছে। আশপাশের মানুষদের সরিয়ে নেয়া হয়েছে।
ইউক্রেন থেকে এই ঘটনার কোনো সত্যতা নিশ্চিত করা হয়নি। এ বিষয়ে এখনো তারা কোনো মন্তব্য করেনি। সূত্র: রয়টার্স