প্রকাশ: মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩, ১১:০৬ পূর্বাহ্ন
এ বছর এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে তিনটি সিরিজ অংশ নিয়ে সবগুলোতেই জিতেছে বাংলাদেশ। দলের এমন পারফরমেন্সে এ ফরম্যাটে বাংলাদেশের উন্নতির চিত্র পাওয়া যায়। অথচ এক সময় এই ফরম্যাটে সবচেয়ে দুর্বল হিসেবে বিবেচিত ছিলো টাইগাররা। ফলে চলতি বছর টি-টোয়েন্টি ফরম্যাটের সিরিজে অপরাজিত থাকার লক্ষ্য নিয়ে আগামীকাল নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ শুরু করবে বাংলাদেশ।
ঘরের মাঠেই তিনটি সিরিজ জয়ের স্বাদ পাওয়া টাইগারদের এবার নিউজিল্যান্ডের কন্ডিশনে খেলতে হবে। এদিকে পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপ দ্রুত এগিয়ে আসায় নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজটি অনেক বেশি গুরুত্বপূর্ণ শান্ত-লিটনদের। কারন এই সিরিজের পারফরমেন্সেই টি-টোয়েন্টিতে বাংলাদেশের প্রকৃত অগ্রগতি ফুটে উঠবে।
কেননা বিশ্বকাপের বাকি নেই ছয় মাস। ফলে ধরে নেওয়া যায় বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতি শুরু হচ্ছে এই কিউই সফর দিয়েই। বিশ্বকাপের আগে এফটিপি অনুযায়ী ১১ টি-টোয়েন্টি খেলার সুযোগ পাবে বাংলাদেশ। যেখানে নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি, মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি এবং এপ্রিলে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচটি। এর মধ্যে কিউইদের বিপক্ষে সিরিজটি ছাড়া বাকি দুটি ঘরের মাঠে।
এদিকে গণমাধ্যমে বিসিবির নির্বাচক হাবিবুল বাশার সুমন জানান, বিশ্বকাপের আগে এই ১১ ম্যাচই বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বের এবং দল গঠনে বড় ভূমিকা রাখবে। এ নিয়ে তিনি বলেন, ‘বলতে গেলে বিশ্বকাপকে মাথায় রেখে প্রস্তুতি শুরু হয়ে গেছে। নিউজিল্যান্ডে তিনটি টি-টোয়েন্টির পর আমাদের দল লম্বা সময় পর আবার টি-টোয়েন্টি খেলবে। ওখানের কন্ডিশনে ওদেরকে হারাতে পারলে আমরা এই ফরম্যাটেও ভালো বুস্টআপ পাবো। প্রস্তুতির ভালো সুযোগ এটি।’
হাবিবুল মনে করিয়ে দিলেন সামনে বিপিএলও আছে, ‘বিপিএল প্রতি মৌসুমে একজন দুজন করে খেলোয়াড় সামনে আসে। গতবার যেমন তাওহীদ হৃদয় বিপিএলে সবার নজর কেড়ে সামনে আসলো। এখন দুই ফরম্যাটে খেলছে। বিপিএল আমাদের জন্য বিরাট একটা প্ল্যাটফর্ম। এখানে ভালো করতে পারলে অবশ্যই সুযোগ আসবে। রনি তালুকদারও কিন্তু বিপিএলে রান করে জাতীয় দলে ফিরেছে। সে এখন নিউজিল্যান্ডে আছে। বিপিএলে ভালো করলে অবশ্যই সুযোগ মিলবে।’