মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

‘নির্বাচন সুষ্ঠু না হলে দেশ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে’    গৃহকর্মী হত্যার অভিযোগে বনশ্রীতে বাড়িতে আগুন    ২০২৩ সালে দেশে এইডসে ২৬৬ জনের মৃত্যু     নিউজিল্যান্ডে আরেকটি ঐতিহাসিক জয় টাগইগারদের     নির্বাচন বাধাদানকারীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার আহ্বান ওবায়দুল কাদেরের    হবিগঞ্জের ডিসি ও তিন ওসিকে প্রত্যাহারের নির্দেশ ইসির    ভোট ঠেকানো গণতান্ত্রিক অধিকার নয়: ডিএমপি কমিশনার   
কাশ্মীরে সেনা হেফাজতে মৃত্যু ৩
প্রকাশ: সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩, ৭:১৪ অপরাহ্ন

গত শুক্রবার কাশ্মীরে সেনাবাহিনীর হেফাজতে ৩ বেসামরিক নাগরিকের মৃত্যুর অভিযোগ উঠেছে। জম্মু–কাশ্মীরের পুঞ্চ-রাজৌরি এলাকায় তাদের মরদেহ পাওয়া যায়।    

নিহত তিনজন হলেন সাফির হোসাইন, শওকত হোসাইন ও শাবির আহমেদ। ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

এ ঘটনায় কাশ্মীরের জনগণের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, সেনাবাহিনী তাদের হত্যা করেছে।

গত বৃহস্পতিবার পুঞ্চ জেলার রাজৌরি এলাকার ডেরা কি গালিতে অ্যামবুশ করে পাঁচ ভারতীয় সেনাকে হত্যা করে সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা। এই ঘটনার পর টোপা মাস্তানদারা গ্রাম থেকে ৮ ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের নামে ধরে নিয়ে যায় ভারতীয় সেনাবাহিনীর সদস্যরা। তাদের মধ্যে গত শুক্রবার তিনজন মারা যায়। বাকিদের গুরুতর আহত অবস্থায় চিকিৎসা দেওয়া হচ্ছে আর্মি হাসপাতালে।

পরে শুক্রবার সন্ধ্যায় পরিবারগুলোকে একটি সেনাক্যাম্প থেকে মরদেহ নিতে বলা হয়েছিল বলে জানিয়েছেন এক স্বজন। এই বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে জম্মু–কাশ্মীরের তথ্য ও জনসংযোগ বিভাগ। 

নিহত ব্যক্তিদের পরিবারকে ক্ষতিপূরণ এবং স্বজনদের জন্য সমবেদনামূলক নিয়োগের ঘোষণা দিয়েছে সরকার। এদিকে এ ঘটনার নিন্দা জানিয়েছে কাশ্মীরের রাজনৈতিক দলগুলো। 

এদিকে, সেনা হেফাজতে ৩ জনের মৃত্যুর ঘটনায় উচ্চপর্যায়ের অভ্যন্তরীণ তদন্তের নির্দেশ দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। গতকাল রোববার সেনাবাহিনীর একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে বিষয়টি নিশ্চিত করেছেন। 

ওই কর্মকর্তা বলেছেন, ‘স্থানীয় কমান্ডারদের জবাবদিহি নির্ধারণের জন্য তিন বেসামরিক নাগরিকের মৃত্যুর বিষয়ে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। কিছু কর্মকর্তাকে ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে এবং শিগগিরই ব্যবস্থার মুখোমুখি করা হবে তাদের।’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft