প্রকাশ: বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩, ৭:২২ অপরাহ্ন
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে কয়েক সপ্তাহ ধরে পুরুষরা গুমের শিকার হচ্ছেন। এর প্রতিবাদ জানিয়েছে নারীরা রাজধানীর অভিমুখে বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে আসেন।
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের অভিমুখে নারীরা বিক্ষোভ মিছিল নিয়ে প্রবেশ করার পর পুলিশ তাদের ওপর জল কামান এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করে। আজ বৃহস্পতিবার দেশটিতে এ ঘটনা ঘটে।
বিক্ষোভকারীদের নেতৃত্বে দেওয়া মাহরাং বালোচসহ অন্তত ২০০ জন নারী বিক্ষোভকারী গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের হাতে বন্দি থাকা অবস্থায় বেলুচের এক ব্যক্তিকে গুলি করে হত্যার পর এ বিক্ষোভ ছড়িয়ে পড়ে। স্থানীয় সময় বৃহস্পতিবার আড়াইটার দিকে বিক্ষোভের ওপর ইসলামাবাদ পুলিশ আক্রমণ করে।
বিক্ষোভকারীরা ইসলামাবাদের রেড জোনে প্রবেশ করার পরই পুলিশ তাদের ওপর আক্রমণ করে। ওই এলাকায় নির্বাহী, বিচারবিভাগ এবং আইনসভার ভবন রয়েছে।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বিক্ষোভকারীদের ওপর হামলা করার পর তাদের পুলিশের গাড়ির কাছে জড়ো করা হয়েছে। এ সময় অনেককে কান্না করতে এবং মাটিতে বসে থাকতে দেখা গেছে।
পাকিস্তানের বৃহত্তম প্রদেশ বেলুচিস্তান। এখানে তথাকথিত গোয়েন্দাদের দ্বারা অনেককে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। তুলে যাওয়াদের নিয়ে স্থানীয় সরকারও কিছু বলছেন না। এছাড়া মামলাও নেওয়া হচ্ছে না। তুলে নিয়ে যাওয়াদের মধ্যে রয়েছে- রাজনৈতিক কর্মী, সাংবাদিক, মানবাধিকারকর্মী এবং শিক্ষার্থী।
পাকিস্তানের এই প্রদেশটিতে এ ধরনের অভিযোগ সেই ২০০০ সাল থেকে। বছরের পর বছর ধরে চলা এ ধরনের অনিয়মের বিরুদ্ধে দাঁড়িয়েছে নারীরা। একই সঙ্গে তারা এ ঘটনাটি আন্তর্জাতিক মহলের সামনে আনতে চেষ্টা করছে।