প্রকাশ: বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩, ৫:১৮ অপরাহ্ন
কুয়েতের নতুন আমির শেখ মেশাল আল-আহমাদ আল-সাবাহ (৮৩) স্থানীয় সময় বুধবার সকালে দেশটির সংসদে আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন। এর মাধ্যমে ধনী উপসাগরীয় রাজতন্ত্রে তাঁর শাসন শুরু হলো। আলজাজিরা বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এর আগে শনিবার সৎ ভাই শেখ নাওয়াফ আল-আহমাদ আল-সাবাহর মৃত্যুর পর শেখ মেশাল দেশটির নতুন আমির হিসেবে মনোনীত হন।
প্রতিবেদনে বলা হয়েছে, শেখ মেশাল তাঁর উদ্বোধনী ভাষণে দেশ ও জনগণকে রক্ষা করার, সাংবিধানিক নীতি মেনে চলা এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার অঙ্গীকার করেছেন।
নতুন কুয়েতি আমির ঘোষণা করেছেন, ‘আমি রাষ্ট্রের সংবিধান ও আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা, জনগণের স্বাধীনতা, স্বার্থ ও সম্পত্তি রক্ষা এবং দেশের স্বাধীনতা ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষার জন্য সর্বশক্তিমান আল্লাহর নামে শপথ করছি।’
শেখ মেশাল এর আগে ২০০৪ থেকে ২০২০ সাল পর্যন্ত কুয়েতের ন্যাশনাল গার্ডের উপপ্রধান এবং ষাটের দশকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদানের পর ১৩ বছর রাষ্ট্রীয় নিরাপত্তা প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।