প্রকাশ: মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩, ১২:৫৮ অপরাহ্ন
দীর্ঘদিন ধরেই সমলিঙ্গ সম্পর্কের পক্ষে কথা বলছেন ভ্যাটিকান সিটির প্রধান ও ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস। এবার সমলিঙ্গের দম্পতিদের আর্শীর্বাদ দিতে খ্রিস্টান যাজকদের নির্দেশ দিয়েছেন তিনি। সোমবার ভ্যাটিকান সিটি আনুষ্ঠানিকভাবে পোপ ফ্রান্সিসের একটি নির্দেশিকার নথি প্রকাশ করেছে। ওই নথিতে বলা হয়েছে, সাধারণ ভাবে বিবাহিত হতে পারেন এক জন পুরুষ এবং এক জন নারীই। কিন্তু সমলিঙ্গের যে যুগলেরা ঈশ্বরের কাছে ভালবাসা এবং করুণাপ্রার্থী তাদের সামনে বাধা হয়ে দাঁড়ানো উচিৎ নয়। খবর: বিবিসির
নির্দেশিকায় পোপ আরও জানিয়েছেন, ‘সমলিঙ্গে বিয়ে যদি ধর্মীয় আচার মেনে হয়, তবে সেই দম্পতিকে খ্রিস্টান যাজকেরা আশীর্বাদ দিতে পারেন।’ পোপ ফ্রান্সিস আশীর্বাদ শব্দটির ব্যাখ্যা দিতে গেয়ে বলেন, ‘শাস্ত্রে আশীর্বাদ শব্দটি একটি বিস্তৃত সংজ্ঞা প্রদান করে যাতে বলা হয় যে, মানুষ ঈশ্বরের সঙ্গে একটি অতীন্দ্রিয় সম্পর্ক খোঁজে।’ তার কথায়, ‘এই একটা আশীর্বাদই ঈশ্বরের প্রতি মানুষের আস্থা বাড়ানোর উপায়।’ পোপ ফ্রান্সিস বলেন, ‘ঈশ্বরের ভালবাসা এবং করুণার সন্ধানকারীদের গ্রহণ করতে হবে। এখানে নীতি-পুলিশি কোনও অবস্থাতেই সমর্থনযোগ্য নয়।’