বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ৮ কার্তিক ১৪৩১
 

‘নির্বাচন সুষ্ঠু না হলে দেশ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে’    গৃহকর্মী হত্যার অভিযোগে বনশ্রীতে বাড়িতে আগুন    ২০২৩ সালে দেশে এইডসে ২৬৬ জনের মৃত্যু     নিউজিল্যান্ডে আরেকটি ঐতিহাসিক জয় টাগইগারদের     নির্বাচন বাধাদানকারীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার আহ্বান ওবায়দুল কাদেরের    হবিগঞ্জের ডিসি ও তিন ওসিকে প্রত্যাহারের নির্দেশ ইসির    ভোট ঠেকানো গণতান্ত্রিক অধিকার নয়: ডিএমপি কমিশনার   
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের বড় জয়
প্রকাশ: শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩, ১১:০৫ পূর্বাহ্ন

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ভারত জিতেছে ১০৬ রানে। এতে তিন ম্যাচের সিরিজটা ড্র হলো ১-১-এ। প্রথম ম্যাচটা বৃষ্টিতে ভেসে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচটা জিতেছিল দক্ষিণ আফ্রিকা।

বৃহস্পতিবার টস হেরে ব্যাটিংয়ে নামে ভারত। তবে শুরুটা মোটেও ভালো হয়নি। ৬ বলে ১২ রান করে আউট হয়ে যান ওপেনার শুভমন গিল। তিন নম্বরে নেমে তিলক বর্মা প্রথম বলেই আউট হয়ে যান। ২৯ রান ২ উইকেট হারানো ভারতের ভরসা হয়ে দাঁড়ান অধিনায়ক সূর্যকুমার যাদব এবং যশস্বী জয়সওয়াল। তারা ১১২ রানের জুটি গড়েন। যশস্বী ৬০ রান করে আউট হয়ে গেলেও সূর্য করেন ১০০ রান।

রিঙ্কু সিংহ শেষদিকে নেমে ১০ বলে ১৪ রান করেন। জীতেশ শর্মা হিট উইকেট হয়ে যান ৪ রানে। রবীন্দ্র জাদেজা ২ বলে ৪ রান করে রান আউট হন। শেষ পর্যন্ত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ভারত তোলে ২০১ রান।

জবাবে খেলতে নেমে তাসের ঘরের মতো ভেঙে পড়ে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইন। দ্বিতীয় ওভারেই ভারতকে প্রথম উইকেট এনে দেন মুকেশ কুমার। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৩.৫ ওভারেই থেমে যায় প্রোটিয়াদের ইনিংস। দক্ষিণ আফ্রিকার হয়ে ২৫ বলে সর্বোচ্চ ৩৫ রান করেন ডেভিড মিলার। 

ভারতের হয়ে কুলদীপ যাদব একাই নিয়েছেন ৫ উইকেট। জাদেজা নিয়েছেন দুই উইকেট। একটি করে উইকেট মুকেশ কুমার এবং আর্শদীপ সিংহের।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft