রোববার ২৭ অক্টোবর ২০২৪ ১০ কার্তিক ১৪৩১
 

‘নির্বাচন সুষ্ঠু না হলে দেশ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে’    গৃহকর্মী হত্যার অভিযোগে বনশ্রীতে বাড়িতে আগুন    ২০২৩ সালে দেশে এইডসে ২৬৬ জনের মৃত্যু     নিউজিল্যান্ডে আরেকটি ঐতিহাসিক জয় টাগইগারদের     নির্বাচন বাধাদানকারীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার আহ্বান ওবায়দুল কাদেরের    হবিগঞ্জের ডিসি ও তিন ওসিকে প্রত্যাহারের নির্দেশ ইসির    ভোট ঠেকানো গণতান্ত্রিক অধিকার নয়: ডিএমপি কমিশনার   
চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় ইউনাইটেডের
প্রকাশ: বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩, ১২:২০ অপরাহ্ন

বায়ার্নের কাছে হেরেছে ইউনাইটেড এদিকে গ্যালাতাসারের বিপক্ষে কোপেনহেগেনের জয়ে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিয়েছে রেড ডেভিলরা। গ্রুপপর্বেই আসর থেকে ছিটকে গেলেও ম্যানচেস্টার ইউনাইটেডের অভিযান এখনো শেষ হয়নি বলে দাবি করেছেন দলটির কোচ এরিক টেন হাগ।

‘এ’ গ্রুপের পয়েন্ট টেবিলের তলানিতে থেকে আসর শেষ করা ইউনাইটেড এর আগে কারাবাও কাপ থেকেও ছিটকে যায়। ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে থাকা দলটির সামনে থাকা খেলাগুলোতেই দৃষ্টি রাখছেন ডাচম্যান।

এ ব্যাপারে টেন হাগ বলেন, ‘বাস্তবতা হচ্ছে আমাদের কাছে পর্যাপ্ত পয়েন্ট নেই। দল হিসেবে আমরা হতাশ। একজন কোচ হিসেবে আমি হতাশ। আমাদের আরও ভালো করা উচিৎ ছিল। সামনে ভালো খেলার জন্য এখনো অনেক কিছু অবশিষ্ট আছে। আমরা এখন অবশ্যই প্রিমিয়ার লিগে দৃষ্টিপাত করতে পারি।’ ‘আমরা সর্বোচ্চ পর্যায়ে খেলতে চাই। তাই আমাদের টেবিলের সেরা চারে থাকতে এবং পরের বছর চ্যাম্পিয়ন্স লিগে ফিরে আসার জন্য সর্বাত্মক চেষ্টা করতে হবে। তারপর আমাদের এফএ কাপ আছে। অনেক ম্যাচ খেলার জন্য রয়েছে।’

চলতি মৌসুমে ১২ ম্যাচে হারের স্বাদ পেয়েছে ইউনাইটেড। এর মধ্যে সাতটিই ঘরের মাঠে হেরেছে। মড়ার উপর খাঁড়ার ঘা হয়ে এসেছে হ্যারি ম্যাগুয়ের ও লুক শ’র ইনজুরি। বায়ার্ন মিউনিখের সঙ্গে ম্যাচে এই দুই ডিফেন্ডার পেশিতে আঘাত পান। আগামী রোববার অ্যানফিল্ডে প্রিমিয়ার লিগে লিভারপুলের বিপক্ষে ম্যাচটি তারা মিস করতে পারেন।

টেন হাগ বলেন, ‘আমরা এমন খেলোয়াড়দের হারাচ্ছি যারা আমাদের খেলায় অত্যন্ত নির্ধারক হয়ে পার্থক্য তৈরি করতে পারেন। যাদের নিয়ে খেলতে চাই, আমরা এমন খেলোয়াড় সবসময় পাই না। এটা অবশ্য অভিযানের একটি অংশ।’ ‘এখন আমি আপনাকে একটা কারণ দেখালেও এটিকে অজুহাত হিসেবে দেখবেন না। কারণ দলের সবাই না থাকলেও আমাদের এখন জিততে হবে। কারণ ম্যানচেস্টার ইউনাইটেডের লক্ষ্যবস্তু হবে লিভারপুল।’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft