শুক্রবার ২৫ অক্টোবর ২০২৪ ৯ কার্তিক ১৪৩১
 

‘নির্বাচন সুষ্ঠু না হলে দেশ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে’    গৃহকর্মী হত্যার অভিযোগে বনশ্রীতে বাড়িতে আগুন    ২০২৩ সালে দেশে এইডসে ২৬৬ জনের মৃত্যু     নিউজিল্যান্ডে আরেকটি ঐতিহাসিক জয় টাগইগারদের     নির্বাচন বাধাদানকারীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার আহ্বান ওবায়দুল কাদেরের    হবিগঞ্জের ডিসি ও তিন ওসিকে প্রত্যাহারের নির্দেশ ইসির    ভোট ঠেকানো গণতান্ত্রিক অধিকার নয়: ডিএমপি কমিশনার   
বিদায়ী ম্যাচে জোড়া গোল সুয়ারেজের
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩, ৬:৩০ অপরাহ্ন

গ্রেমিওর মাঠে দর্শকের কাছ থেকে বিদায় নিয়েছিলেন তিন দিন আগেই। বাকি রয়ে গিয়েছিল লিগের শেষ ম্যাচ। কাল ব্রাজিলের স্থানীয় সময় সন্ধ্যায় ফ্লুমিনেন্সের বিপক্ষে সেই শেষ ম্যাচও খেলে ফেলেছেন লুইস সুয়ারেজ। বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে গ্রেমিওর হয়ে জোড়া গোল করেছেন উরুগুইয়ান স্ট্রাইকার।

বিদায়ী ম্যাচে সুয়ারেজ গোল দুটি করেন ৪৩ ও ৬৪ মিনিটে। মারাকানা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে গ্রেমিও জিতেছে ৩-২ গোলে। এই জয়ে ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় স্থান নিশ্চিত করেছে গ্রেমিও।

১১ মাস আগে সুয়ারেজ গ্রেমিওতে যোগ দিয়েছিলেন ২ বছরের চুক্তিতে। তবে ৩৬ বছর বয়সী এই স্ট্রাইকারের জন্য ঠাসা সূচি চাপ হয়ে হয়ে উঠছিল। ২০২৩ সালে গ্রেমিওর খেলা ৬৪ ম্যাচের ৫৪টিতেই মাঠে নেমেছেন তিনি। এ সময়ে গোল করেছেন ২৯টি, করিয়েছেন আরও ১৭টি। এর মধ্যে ‘সিরি আ’-তে করা ১৭ গোল ব্রাজিলের শীর্ষ লিগে মৌসুমের দ্বিতীয় সর্বোচ্চ।

সুয়ারেজের পরবর্তী গন্তব্য হিসেবে ইন্টার মায়ামির কথা শোনা যাচ্ছে। যেখানে আছেন তাঁর বন্ধু লিওনেল মেসি। যদিও গ্রেমিওর মাঠে সর্বশেষ ম্যাচের দিন বিষয়টি পরিষ্কার করতে চাননি তিনি। সেদিন বলেছিলেন, পরিবারকে সময় দেওয়া এবং স্বাস্থ্যের দিকে নজর দেওয়াটা তাঁর এই মুহূর্তের প্রধান লক্ষ্য।

গত জুলাইয়ে সুয়ারেজ গ্রেমিও ছাড়ার সিদ্ধান্ত জানানোর পর ক্লাব ও স্থানীয় রাজনীতিবিদদের অনেকে তাঁকে সিদ্ধান্ত পাল্টাতে বলেছিলেন। তবে শরীরের দিকটি প্রাধান্য দিয়ে সিদ্ধান্তে অটল থেকেছেন তিনি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft