প্রকাশ: রোববার, ৩ সেপ্টেম্বর, ২০২৩, ৪:৫৯ অপরাহ্ন
বাচাঁ মরার কঠিন ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করে বাংলাদেশ দল। বিনা উইকেটে ৯.৫ ওভারে স্কোর বোর্ডে ৬০ রান জমা করেন দুই ওপেনার নাইম শেখ ও মেহেদি হাসান মিরাজ।
এরপরই মুজিব উর রহমানের স্পিনে বিভ্রান্ত হন নাইম। মুজিবের গুগলিতে লাইন মিস করে বোল্ড আউট হয়ে সাজঘরে ফেরেন তিনি। নাইম ৩২ বলে ৫টি বাউন্ডারির সাহায্যে ২৮ রান করেন।
নাইম শেখ আউট হওয়ার পর ব্যাটিংয়ে নেমেই আউট হন তাওহিদ হৃদয়। ১১তম ওভারে গুলবাদিন নাইবের তৃতীয় বলে প্রথম স্লিপে হাশমতউল্লাহ শহীদির দুর্দান্ত ক্যাচে পরিনত হন তাওহিদ। ১০.৩ ওভারে ৬৩ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ।
আজ রোববার পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক সাকিব আল হাসান।
আসরে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে ১৬৫ রানে অলআউট হয়ে ৫ উইকেটে হেরে গ্রুপ পর্ব থেকেই ছিটকে পড়ার শঙ্কায় রয়েছে বাংলাদেশ দল।
চলবে..