বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪ ১৩ অগ্রহায়ণ ১৪৩১
 

‘নির্বাচন সুষ্ঠু না হলে দেশ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে’    গৃহকর্মী হত্যার অভিযোগে বনশ্রীতে বাড়িতে আগুন    ২০২৩ সালে দেশে এইডসে ২৬৬ জনের মৃত্যু     নিউজিল্যান্ডে আরেকটি ঐতিহাসিক জয় টাগইগারদের     নির্বাচন বাধাদানকারীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার আহ্বান ওবায়দুল কাদেরের    হবিগঞ্জের ডিসি ও তিন ওসিকে প্রত্যাহারের নির্দেশ ইসির    ভোট ঠেকানো গণতান্ত্রিক অধিকার নয়: ডিএমপি কমিশনার   
সুন্দরগঞ্জে বেড়িবাঁধ উঁচু করণ ও পানি নিস্কাশনের দাবিতে মানববন্ধন
গাইবান্ধা প্রতিনিধিঃ
প্রকাশ: রোববার, ৩ সেপ্টেম্বর, ২০২৩, ৪:৪৪ অপরাহ্ন

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুরে তিস্তা সেতু প্রকল্প এলাকায় তিস্তা নদীর ভাঙন প্রতিরোধে নির্মিত বেরিবাঁধের ভেতরে তিনটি ইউনিয়নের প্রায় পাচঁ হাজার মানুষ পানি বন্ধি হয়ে পড়েছে। 

এরই প্রতিবাদে শনিবার দুপুরে বেরিবাঁধ এলাকায় সহস্রাধিক ভুক্তভোগি নারী-পুরুষ মানববন্ধন ও বিক্ষোভ করে। মানববন্ধন কালে বক্তব্য রাখেন, জিল্লুর রহমান ভূইয়া, সামিউল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান খোরশেদুল আলাম, মঞ্জু মিয়া, আয়নাল হক, শাহিন মিয়া আব্দুল হক নুর, শাহিনুর বেগম, সাহিদা বেগম প্রমূখ।

বক্তারা বলেন, বেরিবাঁধটি ১৪শ মিটার সেতু থেকে প্রায় ৪শ গজ সঠিকভাবে উঁচু করে নিয়ে গিয়ে পরবর্তীতে তা প্রায়  ৩ ফুট নীচে বাঁধের কাজ চলছে। অন্যদিকে বেরিবাঁধে কোন রেগুলেটর দেয়া হয় নাই। যে কারণে সামান্য বৃষ্টিতে বেরিবাঁধের ভিতরে পানি জমে ঘরবাড়ি, আবাদি জমি ডুবে যায়। 

সম্প্রতি বৃষ্টিতে বেরিবাঁধের ভিতরে প্রায় ৯০০ বিঘা জমির আমন ধানের রোপা তলিয়ে যায়। দীর্ঘদিন পানি জমে থাকার কারণে এসব জমির ফসল নষ্ট হয়ে গেছে। তাই ভুক্তভোগিরা অতিদ্রুত বেরিবাঁধ উঁচু ও পানি নিস্কাশনের জন্য বাঁধে রেগুলেটর স্থাপনের পাশাপাশি তাদের সমস্যা সমাধানের দাবি করেন।

মানববন্ধনে সাবেক চেয়ারম্যান খোরশেদ আলম আরও জানান, নির্মাণকৃত বাঁধের জায়গাগুলো আমাদের বাপ-দাদার পৈত্রিক জমি। এবং সঠিক নিয়মে ভূমি অফিসে জমির কর প্রদান করে আসছি অথচ আমাদের জমি গুলো অধিগ্রহণ না করে জোরপূর্বক বাধঁ নির্মাণ করছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  গাইবান্ধা  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft