বৃহস্পতিবার ৩১ অক্টোবর ২০২৪ ১৫ কার্তিক ১৪৩১
 

‘নির্বাচন সুষ্ঠু না হলে দেশ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে’    গৃহকর্মী হত্যার অভিযোগে বনশ্রীতে বাড়িতে আগুন    ২০২৩ সালে দেশে এইডসে ২৬৬ জনের মৃত্যু     নিউজিল্যান্ডে আরেকটি ঐতিহাসিক জয় টাগইগারদের     নির্বাচন বাধাদানকারীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার আহ্বান ওবায়দুল কাদেরের    হবিগঞ্জের ডিসি ও তিন ওসিকে প্রত্যাহারের নির্দেশ ইসির    ভোট ঠেকানো গণতান্ত্রিক অধিকার নয়: ডিএমপি কমিশনার   
রিপোর্ট পাওয়ার পর পরবর্তী চিকিৎসা: খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক
প্রকাশ: সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:৪৩ অপরাহ্ন

মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলের ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, ম্যাডামকে পরীক্ষা-নিরীক্ষা করার জন্য হাসপাতালে নেওয়া হয়েছিল। তিনি বলেন, রিপোর্ট পাওয়ার পর ম্যাডামের চিকিৎসার পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) রাতে গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজার সামনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ডা. জাহিদ হোসেন বলেন, মেডিকেল বোর্ডের চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী স্বাস্থ্য পরীক্ষার জন্য ম্যাডাম খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলেন। সেখানে তার বিভিন্ন ধরনের পরীক্ষা করা হয়েছে। এসব পরীক্ষার রিপোর্ট কাল নাগাদ পাওয়া যেতে পারে।

পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর চিকিৎসকরা বসে পরবর্তীতে ম্যাডামের চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবেন বলেও উল্লেখ করেন ডা. জাহিদ।

বর্তমানে খালেদা জিয়ার শারীরিক অবস্থা কেমন জানতে চাইলে তিনি বলেন, তিনি (খালেদা জিয়া) আগের মতোই আছেন। শারীরিক অবস্থা আগের মতো আছে। অবস্থার তেমন কোনো পরিবর্তন হয়নি।

প্রসঙ্গত, এভারকেয়ার হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দীর্ঘদিন খালেদা জিয়া চিকিৎসাধীন আছেন।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft