বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

‘নির্বাচন সুষ্ঠু না হলে দেশ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে’    গৃহকর্মী হত্যার অভিযোগে বনশ্রীতে বাড়িতে আগুন    ২০২৩ সালে দেশে এইডসে ২৬৬ জনের মৃত্যু     নিউজিল্যান্ডে আরেকটি ঐতিহাসিক জয় টাগইগারদের     নির্বাচন বাধাদানকারীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার আহ্বান ওবায়দুল কাদেরের    হবিগঞ্জের ডিসি ও তিন ওসিকে প্রত্যাহারের নির্দেশ ইসির    ভোট ঠেকানো গণতান্ত্রিক অধিকার নয়: ডিএমপি কমিশনার   
প্রধানমন্ত্রী আজ কিশোরগঞ্জ যাবেন
প্রকাশ: মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:০৬ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছয় ঘণ্টার সফরে আজ (মঙ্গলবার ২৮ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জ যাবেন। সকাল ১০টায় তিনি হেলিকপ্টারে করে রওয়ানা দেবেন। ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেবেন বিকেল ৪টা ৪৫ মিনিটে।

এদিকে, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সব ধরণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রী কার্যালয়ে সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন সকাল সাড়ে দশটায় হেলিকপ্টারে মিঠামইনে গিয়ে সেখানে সেনানিবাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি দুপুর দেড়টা পর্যন্ত অবস্থান করবেন। এরপর সেনানিবাস থেকে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বাসায় যাবেন। রাষ্ট্রপতির বাড়িতে দুপুরের খাবার খেয়ে বিশ্রাম নেবেন তিনি। এরপর বিকেল ৩টায় মিঠামইন সদরের হেলিপ্যাডে আয়োজিত এক সমোবেশে বক্তৃতা দেবেন। সমাবেশে বক্তৃতা শেষে হেলিকপ্টারে করে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী।

এদিকে, দীর্ঘ দুই যুগ পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার মিঠামইন আগমনে উচ্ছ্বসিত সেখানকার মানুষ। তাকে বরণ করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন জেলা, উপজেলা, থানা ও ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত নেতারা।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবশেষ ১৯৯৮ সালে মিঠামইন সফর করেছিলেন।

   
-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft