বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১২ অগ্রহায়ণ ১৪৩১
 

‘নির্বাচন সুষ্ঠু না হলে দেশ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে’    গৃহকর্মী হত্যার অভিযোগে বনশ্রীতে বাড়িতে আগুন    ২০২৩ সালে দেশে এইডসে ২৬৬ জনের মৃত্যু     নিউজিল্যান্ডে আরেকটি ঐতিহাসিক জয় টাগইগারদের     নির্বাচন বাধাদানকারীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার আহ্বান ওবায়দুল কাদেরের    হবিগঞ্জের ডিসি ও তিন ওসিকে প্রত্যাহারের নির্দেশ ইসির    ভোট ঠেকানো গণতান্ত্রিক অধিকার নয়: ডিএমপি কমিশনার   
হ্যাটট্রিক হলো না রুমানার, ভারত করল ১৫৯ রান
প্রকাশ: শনিবার, ৮ অক্টোবর, ২০২২, ৪:১৪ অপরাহ্ন

বাংলাদেশের পেসার ফারিহা তৃষা চলতি নারী এশিয়া কাপের আগের ম্যাচে হ্যাটট্রিক করার কীর্তি গড়েন। নিজেদের পরের ম্যাচেই দ্বিতীয় বাংলাদেশি হিসেবে হ্যাটট্রিকের কীর্তি গড়তে পারত স্পিনার রুমানা আহমেদ।

কিন্তু নিজের ডেলিভারিতে নিজেই ক্যাচ ফেলে দেওয়ায় সে কীর্তি আর গড়া হলো না রুমানার। জেমাইমা রদ্রিগেজের করা সজোরে করা শট রুমানার হাত ফসকে বেরিয়ে যায়।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মেয়েদের এশিয়া কাপে আজ (শনিবার ৮ অক্টোবর) বাংলাদেশের মুখোমুখি হয় ভারত।

নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৯ রান তুলতে সক্ষম হয়েছে ভারত। একটা পর্যায়ে মনে হচ্ছিল, বড় লক্ষ্য ছুড়ে দেবে স্মৃতি মান্ধানার দল।  

কারণ, টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ১০ ওভারে কোনো উইকেট না হারিয়েই ৯৬ রান করে ফেলেছিলেন ভারতের দুই ওপেনার স্মৃতি মান্ধানা ও শেফালি ভার্মা।

পরে দুই লেগস্পিনার রুমানা আহমেদ ও ফাহিমা খাতুনের নিয়ন্ত্রিত বোলিংয়ে শেষ ১০ ওভারে ৬৮ রানের বেশি করতে পারেনি ভারত।

টানা দ্বিতীয় জয় পেতে বাংলাদেশের লক্ষ্য এখন ১৬০ রান।

ইনিংসের ১২তম ওভারের শেষ বলে রানআউটে ভাঙে ভারতের উদ্বোধনী জুটি।  ৩৭ বলে ৪৬ রানে থামেন বাঁহাতি ওপেনার স্মৃতি।

ইনিংসের ১৫তম ওভারে রুমানার এক ডেলিভারিতে বোল্ড হয়ে ব্যক্তিগত ৫৫ রানে ফেরেন শেফালি ভার্মা।

নিজের পরের ওভারের শেষ দুই বলে ভারত শিবিরে জোড়া আঘাত হানেন রুমানা।  রিচা ঘোষ (৪) ও কিরন নাভগির (০) আউট হয়ে ফেরেন।

পরে ১৯তম ওভারে হ্যাটট্রিক বলেও উইকেট পেতে পারতেন রুমানা। কিন্তু জেমাইমার ফিরতি ক্যাচ ধরতে না পারায় হ্যাটট্রিক বঞ্চিত হন তিনি।

হ্যাটট্রিক বলে জীবন পাওয়া জেমাইমা ২৪ বলে ৩৫ রান করে অপরাজিত থাকেন। শেষ ওভারে মাত্র ৬ রান দিয়ে দিপ্তী শর্মার (৫ বলে ১০) উইকেট নেন সালমা খাতুন।

বাংলাদেশের পক্ষে সফল বোলার রুমানা।  ৩ ওভারে ২৭ রান খরচায় ৩ উইকেট নিয়েছেন তিনি।  সালমা ৩ ওভারে ১৬ রানে নিয়েছেন একটি উইকেট।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft