বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪ ১৩ অগ্রহায়ণ ১৪৩১
 

‘নির্বাচন সুষ্ঠু না হলে দেশ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে’    গৃহকর্মী হত্যার অভিযোগে বনশ্রীতে বাড়িতে আগুন    ২০২৩ সালে দেশে এইডসে ২৬৬ জনের মৃত্যু     নিউজিল্যান্ডে আরেকটি ঐতিহাসিক জয় টাগইগারদের     নির্বাচন বাধাদানকারীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার আহ্বান ওবায়দুল কাদেরের    হবিগঞ্জের ডিসি ও তিন ওসিকে প্রত্যাহারের নির্দেশ ইসির    ভোট ঠেকানো গণতান্ত্রিক অধিকার নয়: ডিএমপি কমিশনার   
বড় দুঃসংবাদ পেলেন মেসি
প্রকাশ: শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২, ১১:১৩ অপরাহ্ন

পায়ের ইনজুরিতে পড়েছেন লিওনেল মেসি, চ্যাম্পিয়ন্স লিগে সবশেষ বেনফিকারের বিপক্ষে ম্যাচের পর থেকেই গুঞ্জন ভাসছিল তবে পিএসজির তরফে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। অবশেষে গুঞ্জন-শঙ্কাই সত্যি হলো। ইনজুরিতে পড়েছেন মেসি। সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন পিএসজি কোচ গালতিয়ের।

তবে সমস্যা যে খুব একটা গুরুতর নয়, সেটিও জানিয়ে রাখলেন পিএসজি বস। জানা গেছে, পায়ে অস্বস্তি অনুভব করায় পরবর্তী ম্যাচে বিশ্রামে রাখা হবে মেসিকে।

চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে ছিলেন মেসি। একের পর এক গোল করছেন এবং করাচ্ছেন। এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ১৩ ম্যাচে করেছেন ৮ গোল। সবশেষ চ্যাম্পিয়ন্স লিগে বেনফিকার বিপক্ষে ম্যাচেও গোলের দেখা পেয়েছেন ফুটবল জাদুকর।

চোট গুরুতর না হলেও বিশ্বকাপের আগে যেহেতু খুব একটা সময় নেই, তাই ভক্ত-সমর্থকদের চিন্তা থেকেই যাচ্ছে। তবে পিএসজি কোচ জানিয়েছেন, বেনফিকার বিপক্ষে খেলার সময় তার বদলি নামাতে বলেছিল। পায়ের পেশিতে একটু সমস্যা অনুভব করছে। তবে রোববার নাগাদ অনুশীলনে ফিরবেন তিনি।'

চ্যাম্পিয়ন্স লিগে গত বুধবার বেনফিকার বিপক্ষে পিএসজির ১-১ গোলে ড্র হওয়া ম্যাচে শুরুর একাদশে ছিলেন মেসি। ২১তম মিনিটে দলের একমাত্র গোলটি তিনিই করেন। পরে ৮১তম মিনিটে মেসিকে তুলে নেন পিএসজি কোচ গালতিয়ের। ওই ম্যাচের পর তিনি জানান, চোট নয়, ক্লান্তির কারণে মেসির ইশারা পেয়েই তাকে তুলে নেন তিনি।

আগামীকাল (শনিবার ৮ অক্টোবর) রাঁসের বিপক্ষে মাঠে নামছে পিএসজি। মেসি ছাড়াও পিএসজির চোটের তালিকায় আরও আছেন ডিফেন্ডার নুনো মেন্ডিস। পেশীর চোটে তিন সপ্তাহের জন্য বাইরে থাকতে হবে তাকে। এছাড়া ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে ভুগছেন গলার সংক্রমণে।

 
-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft