বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪ ১৩ অগ্রহায়ণ ১৪৩১
 

‘নির্বাচন সুষ্ঠু না হলে দেশ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে’    গৃহকর্মী হত্যার অভিযোগে বনশ্রীতে বাড়িতে আগুন    ২০২৩ সালে দেশে এইডসে ২৬৬ জনের মৃত্যু     নিউজিল্যান্ডে আরেকটি ঐতিহাসিক জয় টাগইগারদের     নির্বাচন বাধাদানকারীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার আহ্বান ওবায়দুল কাদেরের    হবিগঞ্জের ডিসি ও তিন ওসিকে প্রত্যাহারের নির্দেশ ইসির    ভোট ঠেকানো গণতান্ত্রিক অধিকার নয়: ডিএমপি কমিশনার   
আখাউড়ায় অত্যাচার থেকে বাঁচার দাবি এলাকাবাসীর
আখাউড়া ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
প্রকাশ: শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২, ১০:৫১ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর এলাকার দেবগ্রাম মুন্সীবাড়ির লোকজন একের পর এক হামলার শিকার হচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পাশাপাশি তাদেরকে নানাভাবে হয়রানিও করা হচ্ছে বলে শুক্রবার দুপুরে করা এক সংবাদ সম্মেলন অভিযোগ করা হয়। 

এ অবস্থা থেকে পরিত্রান পেতে এলাকার মানুষ প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন। মুন্সীবাড়ি এলাকায় করা সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ওই এলাকার বাসিন্দা শেখ সিরাজুল ইসলাম শিরু মিয়া। 

লিখিত বক্তব্য ও সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, আরিফ, জাফর, নাজিমসহ কয়েকজনের অত্যাচারে তারা অতিষ্ঠ। জাবেদ নামে একজন তাদেরকে মদদ দিচ্ছেন। 

এ সময় জানানো হয়, ২০১০ সালে শেখ মহিউদ্দিন নামে এক ভুমি সহকারি কর্মকর্তার তাদের হামলার শিকার হন। ২০১৭ সালে শেখ নিজাম উদ্দিনের বাড়িতে প্রবেশ করে তার ছেলে ফয়সালকে আহত করা হয়। 

মসজিদের জায়গা দখলে বাধা দেওয়ায় শেখ রবিউল্লাহকে মারধর করা হয়। গত ২৪ সেপ্টেম্বর রাজন মিয়াকে পিটিয়ে আহত করা হয়। এ ঘটনাকে ঢাকতে প্রতিপক্ষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়। 

মিথ্যা অভিযোগ দিয়ে শেখ বোরহান উদ্দিন নামে এক ব্যক্তির ভুমি অধিগ্রহনের সরকারি প্রাপ্য আটকে রাখা হয়। এসব বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিদেরকে জানিয়েও কোনো লাভ হয়নি।

সংবাদ সম্মেলনে এলাকাবাসীর পক্ষে মো. জাকির হোসেন, শেখ মো. সারোয়ার, শেখ জসিম উদ্দিন, শেখ মো. উজ্জল, শেখ রবিউল্লাহ, শেখ ইকবাল, শেখ রিপনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। এ সময় তারা অত্যাচার নির্যাতনের বর্ণনা দেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft