প্রকাশ: মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২, ৫:১৯ অপরাহ্ন
ভারতের গুজরাটে বিষাক্ত মদপানে মারা গেছে অন্তত ২১ জন। এ ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন আরও ৩০ জন।
বিষাক্ত মদপানে মৃতদের অধিকাংশই শ্রমিক। ইতোমধ্যে দেশটির কর্তৃপক্ষ বিষাক্ত মদপানে মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করেছে। খবর এনডিটিভির।
বিষাক্ত মদপানের কারণে সোমবার (২৫ জুলাই) ভারতের ওই রাজ্যে এ প্রাণহানির ঘটনা ঘটে।
এ ছাড়া অসুস্থ হয়ে বোটাদ, ভাবনগর এবং আহমেদাবাদ হাসপাতালে ৩০ জনেরও বেশি মানুষ চিকিৎসাধীন। অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ধারণা করা হচ্ছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
মদ খাওয়ার ঘটনাটি ঘটে গুজরাটের আহমেদাবাদ ও বোটাদ জেলার বেশ কয়েকটি গ্রামে। এসব এলাকার বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। জানা গেছে, আটককৃতরা গ্রামে নকল মদ বিক্রির সঙ্গে জড়িত।
-জ/অ