মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

‘নির্বাচন সুষ্ঠু না হলে দেশ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে’    গৃহকর্মী হত্যার অভিযোগে বনশ্রীতে বাড়িতে আগুন    ২০২৩ সালে দেশে এইডসে ২৬৬ জনের মৃত্যু     নিউজিল্যান্ডে আরেকটি ঐতিহাসিক জয় টাগইগারদের     নির্বাচন বাধাদানকারীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার আহ্বান ওবায়দুল কাদেরের    হবিগঞ্জের ডিসি ও তিন ওসিকে প্রত্যাহারের নির্দেশ ইসির    ভোট ঠেকানো গণতান্ত্রিক অধিকার নয়: ডিএমপি কমিশনার   
‘নির্বাচনকে বাঁচিয়ে রাখা না গেলে রাজনীতি-গণতন্ত্র উধাও হয়ে যাবে'
প্রকাশ: মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২, ৫:২৮ অপরাহ্ন

নির্বাচনটাকে যদি বাঁচিয়ে রাখা না যায়, তাহলে রাজনীতি উধাও হয়ে যাবে। যা থাকবে তাকে গণতন্ত্র বলা যাবে না  বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বিকল্প ধারা বাংলাদেশের সঙ্গে সংলাপকালে তিনি এ মন্তব্য করেন।

সিইসি  বলেন, ‘রাজনীতি থেকে গণতন্ত্রের জন্ম। নির্বাচনটাকে যদি বাঁচিয়ে রাখা না যায়, তাহলে রাজনীতি উধাও হয়ে যাবে। যা থকবে তাকে রাজনীতি বলা যাবে না, গণতন্ত্রও বলা যাবে না। তখন অন্য কোনও তন্ত্রে আপনারা চলে যান, সেটা ভিন্ন কথা।’ ইসির সফলতা পরিমাপ করা যাবে না উল্লেখ করে তিনি বলেন, ‘আমি ফেল করলাম, পুরোপুরি সফল হলাম, না আংশিক সফল হলাম, না পুরোপুরি ব্যর্থ হলাম—এটা নির্ভর করবে জনগণ কীভাবে পারসিউ করে। কোনও বাটখারা দিয়ে সেটা মাপ করা যাবে না।’

বাংলাদেশের প্রেক্ষাপটে নির্বাচন যথেষ্ট কঠিন একটা কাজ দাবি করে তিনি বলেন, ‘এই কঠিন কাজটি করতে সবার আন্তরিক সহযোগিতা লাগবে। আপনাদের সক্রিয় সহায়তা লাগবে।’

অংশগ্রহণমূলক নির্বাচনের প্রসঙ্গ টেনে সিইসি বলেন, ‘অংশগ্রহণমূলক হলেই যে অবিচার বা ভোট চুরি হবে না, তা না। অংশগ্রহণমূলক হলে একটা জিনিস হয়—একটা ভারসাম্য তৈরি হয়। যদি বড় বড় দলগুলো থাকে, তাদের যে কর্মীরা সমর্থকরা তারাই আমার কাজটাকে সহজ করে দেয়। এই ভারসাম্য রক্ষা করে।’

নির্বাচন কমিশন যে দায়িত্ব পালন করবে, সেখানে রাজনৈতিক দলগুলোকে নজরদারি রাখার পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘সমালোচনা করতে হবে— আমাদের কোন কর্ম সঠিক হয় নাই। আপনারা নির্দ্বিধায় সঙ্গে সঙ্গে সেটা পয়েন্ট আউট করবেন।’

-জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft