প্রকাশ: সোমবার, ১১ জুলাই, ২০২২, ৫:৫৮ অপরাহ্ন
ভারতে রেল মন্ত্রণালয়ে ১০ মাসের এক শিশুকে চাকরি দেওয়া হয়েছে। কারো কাছে অবিশ্বাস্য, কারো কাছে মজার মনে হলেও কিন্তু এই চাকরি পাওয়ার পিছনেও আছে এক মর্মান্তিক ইতিহাস।
আনন্দবাজার পত্রিকা জানায়, শিশুকন্যার বাবার নাম রাজেন্দ্রকুমার যাদব। তিনি ভিলাইয়ের রেল ইয়ার্ডে একজন অ্যাসিস্ট্যান্ট পদে কর্মরত ছিলেন। গত জুন মাসের ১ তারিখে এক বাইক দুর্ঘটনায় প্রাণ হারান ক্ষুদে বাচ্চাটির বাবা, মা। কিন্তু ভাগ্যক্রমে বেঁচে যায় ১০ মাস বয়সী রাধিকা। রেলের তরফে সবরকম সাহায্য করার প্রতিশ্রুতি দেওয়া হলেও রাধিকাকে নিয়ে চিন্তায় পড়ে। তার পরিবারের সদস্যরা।
ঠিক সেই সময়ই রেল কর্তৃপক্ষ নিজেদের মানবিক রূপ দেখালো। ১০ মাসের রাধিকার পাশে দাঁড়ায় ভারতীয় রেল কর্তৃপক্ষ। সরকারিভাবে ৪ জুলাই নথিবদ্ধ হয় সমস্তকিছু। শিশুটির আঙুলের ছাপও নেওয়া হয়েছে। রেলের এক কর্মকর্তা জানান, ‘খুবই আবেগঘন মুহূর্ত। বাচ্চাটির আঙুলের ছাপ নেওয়ার কাজটা আমাদের জন্য কষ্টের ছিল। তার ১৮ বছর বয়স হলেই সে এই চাকরিতে যোগ দিতে পারবে বলে জানায় রেল কর্মকর্তারা। মানবিকতার নজির গড়ার পাশাপাশি এই প্রথম, এত কম বয়সের কাওকে চাকরি দিল রেল কর্তৃপক্ষ।