বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

‘নির্বাচন সুষ্ঠু না হলে দেশ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে’    গৃহকর্মী হত্যার অভিযোগে বনশ্রীতে বাড়িতে আগুন    ২০২৩ সালে দেশে এইডসে ২৬৬ জনের মৃত্যু     নিউজিল্যান্ডে আরেকটি ঐতিহাসিক জয় টাগইগারদের     নির্বাচন বাধাদানকারীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার আহ্বান ওবায়দুল কাদেরের    হবিগঞ্জের ডিসি ও তিন ওসিকে প্রত্যাহারের নির্দেশ ইসির    ভোট ঠেকানো গণতান্ত্রিক অধিকার নয়: ডিএমপি কমিশনার   
কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু: পুলিশের মামলা
প্রকাশ: সোমবার, ১১ জুলাই, ২০২২, ৬:০৯ অপরাহ্ন

চট্টগ্রাম নগরে এক কলেজছাত্রীর মৃত্যু ঘিরে রহস্য তৈরি হয়েছে। গতকাল রোববার ভোরে তানিয়া আক্তার (১৯) নামের ওই ছাত্রীর মৃত্যু হয়। তিনি নগরের কলসী দিঘীর পাড়ের পকেট গেট এলাকায় মামাতো ভাই আনোয়ার হোসেনের সঙ্গে থাকতেন। 

আনোয়ার পুলিশের কাছে বলেছেন, সিএনজিচালিত অটোরিকশার চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে তানিয়ার মৃত্যু হয়েছে। এ বক্তব্য সন্দেহজনক মনে হওয়ায় আনোয়ারকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, তানিয়া আক্তার চট্টগ্রাম হোমিওপ্যাথিক কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। পাশাপাশি আনোয়ার হোসেনের ওষুধের দোকানে খণ্ডকালীন কাজ করতেন।

আনোয়ার হোসেন পুলিশকে জানিয়েছেন, গত শনিবার রাতে তানিয়ার পেটব্যথা শুরু হয়। তাঁকে সিএনজিচালিত অটোরিকশায় করে হাসপাতালে নেওয়ার পথে তানিয়ার ওড়না অটোরিকশার পেছনের চাকার সঙ্গে পেঁচিয়ে যায়। তানিয়াকে প্রথমে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে চিকিৎসকেরা তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। গতকাল রোববার ভোরে চিকিৎসক তানিয়াকে মৃত ঘোষণা করেন। তানিয়ার বাড়ি ভোলার চরফ্যাশন এলাকায়।

আনোয়ারের এসব তথ্য সন্দেহজনক মনে হয়েছে পুলিশের কাছে। এ কারণে অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কবিরুল ইসলাম। তিনি প্রথম আলোকে বলেন, আনোয়ার যা দাবি করেছেন, তা বিশ্বাসযোগ্য মনে হয়নি। তাই তাঁকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। আজ সোমবার লাশের ময়নাতদন্ত করা হবে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft