প্রকাশ: সোমবার, ১১ জুলাই, ২০২২, ২:১৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: সোমবার, ১১ জুলাই, ২০২২, ২:১৭ অপরাহ্ন
পদত্যাগের ঘোষণা দিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। আগামী বুধবার দেশটির পার্লামেন্টের স্পিকারের কাছে তিনি পদত্যাগপত্র হস্তান্তর করবেন বলে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর কার্যালয় নিশ্চিত করেছে। বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
শ্রীলঙ্কার সংবাদমাধ্যম ডেইলি মিরর জানিয়েছে, জ্যেষ্ঠ রাজনৈতিক সূত্রগুলো গতকাল রোববার সন্ধ্যায় প্রেসিডেন্টের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে। একই সঙ্গে আগামী বছরের মার্চের আগে প্রেসিডেন্ট এবং সংসদীয় নির্বাচন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত শনিবার রাতে শ্রীলঙ্কার পার্লামেন্টের স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনে জানান, প্রেসিডেন্ট গোতাবায়া আগামী বুধবার (১৩ জুলাই) পদত্যাগ করবেন বলে তাঁকে জানিয়েছেন। এরপরও প্রেসিডেন্ট আসলে পদত্যাগ করবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা ছিল। গত শনিবার দেশব্যাপী বিক্ষোভের পর প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে প্রেসিডেন্ট রাজাপক্ষে নিশ্চিত করেছেন যে তিনি ১৩ জুলাই পদত্যাগ করবেন। রাজপক্ষে পদত্যাগ করলে বিক্রমাসিংহে বা অন্য কেউ প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে পারবেন।
গত শনিবার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের সরকারি বাসভবনে ঢোকার পর থেকে এখনো সেখানে অবস্থান করছেন বিক্ষোভকারীরা। এর পর থেকে এখন পর্যন্ত প্রেসিডেন্ট কোথায় রয়েছেন, তা নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে বিক্ষোভ জোরালো হলে শনিবারই রাজাপক্ষে পদত্যাগের ঘোষণা দিয়েছেন বলে জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। আর প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেও বলেছেন, সব দলের অংশগ্রহণে সরকার গঠন হলে তিনি পদত্যাগ করবেন। এরপরও এখনো বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর বাসবভনে অবস্থান করছেন। বিক্ষোভকারীরা ঘোষণা দিয়েছেন, এই দুই নেতা আনুষ্ঠানিকভাবে সরে না দাঁড়ানো পর্যন্ত দুই বাসভবন ছাড়বেন না তাঁরা।
গতকাল সন্ধ্যা পর্যন্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনার পর, বিক্রমাসিংহে সংসদে প্রায় ১১৫টি আসনের সংখ্যাগরিষ্ঠের অধিকারী। বেশ কয়েকজন সংসদ সদস্য তাঁকে দায়িত্ব অব্যাহত রাখতে এবং প্রেসিডেন্টের পদ গ্রহণ করার এবং অর্থনৈতিক সংকটের মাঝপথে হাল ছেড়ে না দেওয়ার অনুরোধ করেছেন। বিশেষ করে এখন যেহেতু আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে আলোচনা চলমান।
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে পদত্যাগ করার পর একটি সর্বদলীয় অন্তর্বর্তী সরকার গঠনের ব্যাপারে ঐকমত্যে পৌঁছেছে দেশটির বিরোধী দলগুলো। শ্রীলঙ্কার রাজনৈতিক দলগুলো গতকাল বৈঠকে বসেছিল। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, ১৩ জুলাই প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে পদত্যাগ করার পর সব দলের প্রতিনিধিদের নিয়ে একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হবে।
শ্রীলঙ্কায় রিজার্ভসংকট দেখা দেওয়ার পর জ্বালানিসংকট দেখা দেয়। এ ছাড়া ওষুধসহ বিভিন্ন ধরনের পণ্যের সংকটও দেখা দেয় দেশটিতে। এর জেরে শ্রীলঙ্কাজুড়ে বিক্ষোভ শুরু হয়। এই বিক্ষোভ থেকে দাবি জানানো হয়, প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। এরপর মাহিন্দা রাজাপক্ষে গত মে মাসে পদত্যাগ করেন। কিন্তু বিক্ষোভকারীরা প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে অনড় থাকেন।