টেস্ট এবং টি–টোয়েন্টি সিরিজে হারের পর অবশেষে ওয়ানডেতে এলো স্বস্তির জয়। গতকাল রোববার প্রভিডেন্স স্টেডিয়ামের প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটে হারিয়ে জয় পেলো বাংলাদেশ টিম।
নিজেদের সেরা ফরম্যাটে ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। তাতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ১-০তে এগিয়ে গেছে তামিম ইকবালরা।
সিরিজ শুরু হওয়ার আগে তামিম ইকবাল বলেছিলেন, বাকি দুই ফরম্যাটে দল খারাপ করলেও ওয়ানডেতে তারা ভালো। বাংলাদেশের পছন্দের ফরম্যাট ওয়ানডে, তাই এই সিরিজে ভালো করা নিয়েও আশাবাদী ছিলেন তামিম। অধিনায়কের এই কথাই যেন সত্যি হল। টেস্ট ও টি-টোয়েন্টিতে ভরাডুবির পর ওয়ানডেতে বাংলাদেশ পেল স্বস্তির জয়।
তবে বাংলাদেশের ফিল্ডাররা কাল সহজ সহজ চারটি ক্যাচ ছেড়েছেন। এর মধ্যে তিনটিই ওয়েস্ট ইন্ডিজের শেষ উইকেট জুটিতে। নইলে স্বাগতিকেরা অলআউট হয়ে যেতে পারত ১১২ রানেই। ৬ উইকেটের জয়ের পরও ম্যাচ শেষে এ নিয়ে অসন্তুষ্টি তামিমের কথায়, ‘ভালো দলের বিপক্ষে এই ক্যাচগুলো ছাড়ার মূল্য দিতে হতে পারে। অধিনায়ক হওয়ার পর থেকেই বলছি, এটা নিয়ে আমি চিন্তিত। এটা বন্ধ হতে হবে, কমে আসতে হবে। ক্যাচগুলো ধরলে আমরা হয়তো এ ম্যাচে ১১৫ রান তাড়া করতাম। সমস্যা কোথায় খুঁজে বের করতে হবে ।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এ নিয়ে টানা ৯টি ওয়ানডে জিতল বাংলাদেশ। তামিম তবু বলতে রাজি নন, ওয়েস্ট ইন্ডিজকে হারানোটা এখন সহজ তাদের জন্য, ‘ভালো লাগছে যে ওয়েস্ট ইন্ডিজে প্রথম ম্যাচ জিততে পারলাম। তবে বলব না এটা সহজ। আমাদের যদি জিততে হয় সেরা খেলাটাই খেলতে হবে। তারা যে ভালো দল, বিপজ্জনক দল, এটা টেস্ট এবং টি–টোয়েন্টিতেই প্রমাণ করেছে।’