প্রকাশ: শুক্রবার, ১ এপ্রিল, ২০২২, ৪:৪২ অপরাহ্ন
পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দিতে বিরোধী দলগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রও ষড়যন্ত্র করছে- ইমরান খানের এমন দাবি নাকচ করেছে ওয়াশিংটন।
অভিযোগ উড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্র জানায়, পাকিস্তানের আইন ও সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল তারা।
এদিকে ক্ষমতায় টিকে থাকতে মরিয়া ইমরান খান দেশের কূটনৈতিক ভারসাম্য নষ্ট করছে বলে অভিযোগ করেছেন মুসলিম লিগ নওয়াজ পার্টির প্রেসিডেন্ট শেহবাজ শরিফ। এসময় প্রধানমন্ত্রীকে দেশের নিরাপত্তা ঝুঁকি হিসেবে মন্তব্য করেন তিনি।
এছাড়াও, ইমরান খানের পালানোর এখন আর কোন জায়গা নেই বলে মন্তব্য করেছেন পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো। পিটিআই বিরোধীদের সঙ্গে সমঝোতার মাধ্যমে আগাম নির্বাচন আয়োজন করতে পারে- গণমাধ্যমগুলোর এমন দাবি উড়িয়ে দিয়ে তিনি জানান, সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় আলোচনার আর কোন সুযোগ নেই।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে ইমরান খানের রাজনৈতিক ক্যারিয়ার শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন তার সাবেক স্ত্রী রেহাম খানও। দেশটির তথ্যমন্ত্রী জানিয়েছেন, ইমরান খানকে হত্যায় ষড়যন্ত্র চলছে। পার্লামেন্টে রবিবার শুরু হওয়া অধিবেশনে আনা হবে অনাস্থা ভোট।