বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১২ অগ্রহায়ণ ১৪৩১
 

‘নির্বাচন সুষ্ঠু না হলে দেশ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে’    গৃহকর্মী হত্যার অভিযোগে বনশ্রীতে বাড়িতে আগুন    ২০২৩ সালে দেশে এইডসে ২৬৬ জনের মৃত্যু     নিউজিল্যান্ডে আরেকটি ঐতিহাসিক জয় টাগইগারদের     নির্বাচন বাধাদানকারীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার আহ্বান ওবায়দুল কাদেরের    হবিগঞ্জের ডিসি ও তিন ওসিকে প্রত্যাহারের নির্দেশ ইসির    ভোট ঠেকানো গণতান্ত্রিক অধিকার নয়: ডিএমপি কমিশনার   
মোদি হত্যার পরিকল্পনা ফাঁস, গোয়েন্দা কার্যালয়ে বেনামে ইমেইল
প্রকাশ: শুক্রবার, ১ এপ্রিল, ২০২২, ৪:৪২ অপরাহ্ন


ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হত্যার পরিকল্পনা ফাঁস হয়েছে। ঘটনা তদন্তে তোড়জোড় শুরু করেছে দেশটির জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)।

ভারতীয় গণমাধ্যম জি নিউজ শুক্রবার দুপুরে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। প্রতিবেদন অনুযায়ী, একটি ইমেইলে মোদিকে হত্যার প্রস্তুতির কথা বিষদে জানিয়েছে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি। তার দাবি, চোরাইপথে ইতিমধ্যে দেশে ২০ কেজি আরডিএক্স বিস্ফোরক মজুত করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, সম্প্রতি এনআইয়ের মুম্বাই অফিসে বেনামে একটি ইমেইল আসে। সেখানে লেখা ছিল, আমি গোটা ভারতে ২০টি হামলার প্রস্তুতি নিয়েছি। প্রধানমন্ত্রী মোদি আমার জীবন ধ্বংস করেছেন। তাই তাকে হত্যা করতে ২০ কেজি আরডিএক্স জোগাড় করেছি আমি।

হুমকি দিয়ে পাঠানো ওই ইমেইলে আরও লেখা ছিল, আমি কাউকে ছাড়ব না। দু’কোটি মানুষকে খতম করে দেব। এই কাজটি কে বা কারা করতে পারে সেই খবরও জানি। ইতিমধ্যে কয়েকজন সন্ত্রাসবাদীর সঙ্গে যোগাযোগ করে ফেলেছি আমি। এমনিতেই মানুষ মারা যাচ্ছে, এবার তারা আমার বোমায় মরবে। ফেব্রুয়ারির ২৮ তারিখ থেকে এই কাজের জন্য স্লিপার সেল সক্রিয় হয়ে গেছে। যদি পারো আমাকে আটকে দেখাও।

এদিকে, খোদ প্রধানমন্ত্রী হত্যার হুমকি ইমেইল প্রকাশ্যে আসতে নড়েচড়ে বসেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলি।কোথা থেকে ইমেইলটি এসেছে সেই আইপি অ্যাড্রেস খুঁজে বের করা হচ্ছে। বিস্ফোরক মজুত করার দাবি কতটা সত্য সেই বিষয়ও খতিয়ে দেখছেন গোয়েন্দারা।

প্রতিবেদনে বলা হয়েছে, এনআইএ ইতিমধ্যে তদন্তে নেমে গেছে। কে বা কারা ইমেইলটি পাঠিয়েছে তা জানার চেষ্টা চলছে। তবে এহেন ঘটনা এই প্রথম নয়।

এর আগে, ভারতের স্বাধীনতা দিবসের দিন আইএস ও আল কায়েদা জঙ্গিগোষ্ঠী মোদিকে হত্যার পরিকল্পনা করছে বলে তথ্য দিয়েছিল গোয়েন্দারা। সম্ভাব্য জঙ্গি নাশকতার হাত থেকে বাঁচতে প্রধানমন্ত্রীকে বুলেটপ্রুফ এনক্লোজারের ভিতর থেকে ভাষণ দেয়ার অনুরোধও জানায় তারা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft