বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ৮ কার্তিক ১৪৩১
 

ডিবি হারুন ও তার স্ত্রীসহ ১২ জনকে দুদকে তলব    সচিবালয়ে ঢুকে বিক্ষোভ, ২৬ শিক্ষার্থী গ্রেপ্তার     ঢাকা থেকে ৫ রুটের নৌযান চলাচল বন্ধ ঘোষণা    বিসিএসে সর্বোচ্চ ৩ বার অংশ নেয়া যাবে     ঘূর্ণিঝড় দানার প্রভাবে ১৪ জেলায় জলোচ্ছ্বাসের শঙ্কা    ব্যাংকগুলোর সম্পদ মূল্যায়নের কাজ শুরু হবে নভেম্বরে: গভর্নর    গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ তিনজনকে অব্যাহতি   
রাশিয়ায় হামলার অনুমতি দিল বাইডেন
অনলাইন ডেস্ক:
প্রকাশ: শুক্রবার, ৩১ মে, ২০২৪, ৩:৪১ অপরাহ্ন

স্থানীয় সময় আজ শুক্রবার (৩১ মে) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, মার্কিন অস্ত্র দিয়ে রাশিয়ায় সরাসরি হামলার অনুমতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। দেশটির সামরিক চৌকিতে ইউক্রেনকে হামলার জন্য এ অনুমতি দেন তিনি। 

প্রতিবেদনে বলা হয়েছে, পুরো রাশিয়া নয়, কেবল ইউক্রেনের খারকিভ অঞ্চলের কাছাকাছি এলাকায় হামলার জন্য এ অনুমতি দেওয়া হয়েছে। এ হামলায় সামরিক স্থাপনাকে নিশানা করতে বলা হয়েছে। মার্কিন কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্তের বিষয়ে ওয়াশিংটনের রুশ দূতাবাস এবং জাতিসংঘে নিয়োজিত রুশ মিশন তাৎক্ষণিকভাবে মন্তব্য করতে সাড়া দেয়নি। তবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ায় পশ্চিমা অস্ত্র দিয়ে হামলার বিষয়ে আগে থেকে হুঁশিয়ারি দিয়ে আসছেন।

নাম প্রকাশ না করার শর্তে মার্কিন কর্মকর্তারা জানান, বাইডেনের এ সিদ্ধান্ত শুধু খারকিভ অঞ্চলের সীমান্তের কাছে রাশিয়ার অভ্যন্তরে লক্ষ্যবস্তুতে প্রযোজ্য হবে। গত ১০ মে থেকে এ অঞ্চলে মস্কো ব্যাপক হামলা চালিয়ে আসছে।

মার্কিন কর্মকর্তারা জানান, খারকিভ অঞ্চলে পাল্টা হামলার জন্য মার্কিন অস্ত্র ব্যবহার করতে পারবে ইউক্রেন। রুশ সেনাদের ওপর হামলা বা হামলার প্রস্তুতির বিরুদ্ধে ব্যবহারের জন্য অনুমতি দেন তিনি।

খারকিভ ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর। এলাকাটি রুশ সীমান্ত থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে অবস্থিত। বিবিসি জানিয়েছে, রুশ বাহিনী সাম্প্রতিক সময়ে খারকিভ অঞ্চলে নজিরবিহীন হামলা চালিয়েছে এবং তারা বেশ অগ্রসর হয়েছে।

শুক্রবার ইউক্রেনের কর্মকর্তারা জানান, রুশ বাহিনী খারকিভ উপকণ্ঠে একটি আবাসিক ভবনে হামলা চালিয়েছে। এতে অন্তত তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ১৬ জন।

মার্কিন কর্মকর্তারা জানান, আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম (এটিএসিএমএস) বা রাশিয়ার অভ্যন্তরে দূরপাল্লার হামলার বিষয়ে মার্কিন নীতির কোনো পরিবর্তন হয়নি।

নতুন নীতিতে রুশ বিমানে আক্রমণের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে এক মার্কিন কর্মকর্তা বলেন, আমরা তাদের কখনো বলিনি যে তাদের আক্রমণ করতে আসা রুশ বিমানকে তারা আক্রমণ করতে পারবে না।

এ বিষেয়ে জানতে হোয়াইট হাউস ও মার্কিন স্টেট ডিপার্টমেন্টের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  আন্তর্জাতিক   রাশিয়া   ইউক্রেন   বাইডেন  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft