প্রকাশ: শুক্রবার, ৩১ মে, ২০২৪, ৩:৩৬ অপরাহ্ন
আজ শুক্রবার (৩১ মে) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, পুলিশের সাবেক আইজি বেনজীর আহমেদকে গ্রেপ্তার করবে কি না সেটি আদালত দেখবে।
তিনি বলেন, তিনি বিদেশ কি না আমরা জানি না। দেশে থাকলেও তদন্ত চলাকালে বিদেশ যেতে পারবেন কি না তাও জানি না। এ বিষয়টি দুদক পরিষ্কার করে বলতে পারবে।
ওবায়দুল কাদের বলেন, বেনজীরের গ্রেপ্তারের বিষয়টি আইনি। তবে সে যদি দেশের বাইরে যায়, তা দুদক টের পেয়েছে কি না সেটা জানানোর দায়িত্ব তাদের।
এ সময় ওবায়দুল কাদের জানান, দুর্নীতি যে কেউ করতে পারে, তাদের শাস্তি দিচ্ছে কি না সরকার তা দেখতে হবে। শেখ হাসিনার কাছে সব খবর রয়েছে।
দুর্নীতি করে কেউ ছাড়া পাবে না উল্লেখ করে কাদের বলেন, ইতিমধ্যেই সরকার দলীয় অনেকের শাস্তির মুখোমুখি হতে হয়েছে।
বিএনপি নিজেরাই গণতন্ত্র চর্চা করে না, তারা ক্ষমতায় থাকাকালীন কারফিউ গণতন্ত্র চালু করেছিল বলেও এ সময় মন্তব্য করেন ওবায়দুল কাদের।