মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ: ড. ইউনূস    বৃদ্ধ মজিদের জমি দখল করে কলেজ ক্যাম্পাস নির্মাণ    হাতিয়া ও সোনারগাঁওয়ে ডাকাতির ঘটনায় ২২ জন গ্রেপ্তার    ঘোষণা দিয়ে মাহাবুবুর মোল্লা কলেজে ভাংচুর ও লুটপাটের তাণ্ডব: আহত ৪২    কুমিল্লা মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টের ১৬-তম আসরের উদ্বোধন    কলকাতা পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ বাংলাদেশি পর্যটকদের    ১৮১ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনশেষ বাংলাদেশের   
আইনশৃঙ্খলা বাহিনীর ২২ সদস্য চাকরিচ্যুত
অনলাইন ডেস্ক:
প্রকাশ: রোববার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯:০৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: রোববার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯:৩৩ অপরাহ্ন

গুমের অভিযোগের প্রাথমিক সত্যতা প্রমাণিত হওয়ায় চাকরি হারালেন আইনশৃঙ্খলা বাহিনীর ২২ সদস্য। গত ১৫ বছরে গুমের অসংখ্য অভিযোগ থাকলেও তা স্বীকার করেনি আওয়ামী লীগ সরকার। এই চাকরিচ্যুতের ফলে ঘটনাগুলোর প্রাথমিক সত্যতা প্রমাণিত হতে শুরু করলো।

আজ রোববার গুম কমিশনের সুপারিশে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

গুম কমিশনের তথ্য বলছে, গুমের প্রমাণ মেলায় প্রাথমিকভাবে চাকরি হারালেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ২২ সদস্য। যাদের বিরুদ্ধে প্রাথমিক সত্যতা পেয়েছে গুম কমিশন।

এসব গুম কেনো হয়েছে তার বর্ণনা উঠে এসেছে গুম কমিশনের প্রাথমিক রিপোর্টে। সেইসঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মানবাধিকার সংক্রান্ত প্রশিক্ষণের ব্যবস্থা করতে বলা হয়।

শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার গুমের ঘটনা তদন্তে গঠন করেছে আলাদা কমিশন। সেই কমিশনে একে একে জমা পড়তে থাকে অভিযোগ। প্রধান উপদেষ্টার দেওয়া সবশেষ জাতির উদ্দেশে ভাষণেও উঠে আসে গুম প্রসঙ্গ। তিনি জানান, গুম কমিশনে সাড়ে ৩ হাজার অভিযোগ জমা পড়ার কথা।


গুমের অভিযোগ এসেছে আরও অনেক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে। প্রমাণ পাওয়া গেলে এসব সদস্যও চাকরি হারাতে পারেন বলে জানিয়েছেন কমিশন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  গুম  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft