মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ: ড. ইউনূস    বৃদ্ধ মজিদের জমি দখল করে কলেজ ক্যাম্পাস নির্মাণ    হাতিয়া ও সোনারগাঁওয়ে ডাকাতির ঘটনায় ২২ জন গ্রেপ্তার    ঘোষণা দিয়ে মাহাবুবুর মোল্লা কলেজে ভাংচুর ও লুটপাটের তাণ্ডব: আহত ৪২    কুমিল্লা মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টের ১৬-তম আসরের উদ্বোধন    কলকাতা পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ বাংলাদেশি পর্যটকদের    ১৮১ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনশেষ বাংলাদেশের   
হাতিয়া ও সোনারগাঁওয়ে ডাকাতির ঘটনায় ২২ জন গ্রেপ্তার
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ৯:১৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ৯:১৯ অপরাহ্ন

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া থেকে অস্ত্রসহ ১৪ ডাকাতকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড। এ সময় তাদের কাছ থেকে ২টি এলজি, ১টি এক নলা বন্ধুক, ৬টি ছুরি, ৬টি দা উদ্ধার করা হয়। অপরদিকে, নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় সেনাবাহিনী পরিচয়ে ডাকাতির সময় অস্ত্রসহ ৮ ডাকাতকে আটক করে স্থানীয় বাসিন্দারা যৌথ বাহিনীর কাছে সোপর্দ করার পর তারা তাদের পুলিশের কাছে সোপর্দ করেছে। এসময় তাদের কাছ থেকে ২টি শর্টগান, ১টি ছুড়ি, ১টি লোতার রড, ৩টি লাঠি ও ৭ জোড়া বুট উদ্ধার করা হয়।

জানা যায়, নোয়াখালীর হাতিয়া উপজেলার হরণী ইউনিয়নের চর ঘাসিয়া এলাকা থেকে গত রোববার দিবাগত রাত ৩টার দিকে তাদের গ্রেপ্তার করে কোস্টগার্ড সদস্যরা। গ্রেপ্তারকৃতরা হলেন, বিপ্লব চন্দ্র দাস (৪৬), শিমুল চন্দ্র দাস (২২),মিটন চন্দ্র দাস (২১), যুবরাজ চন্দ্র দাস (২৮),  ভিবেষ মজুমদার (৩৮), মো. আব্দুল্লাহ (২৬), রিয়াজ উদ্দিন (২২), মো. নিজাম উদ্দিন (৬০), রণজিৎ চন্দ্র দাস (৪৩),  মো. মামুন (২৮), রাজীব চন্দ্র দাস (২৭), মো. এমরান (৪০), মো. কাশেম (৫৩) ও মো. রিয়াজ (২৪)।

কোস্টগার্ড জানায়, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ ডাকাত দল হাতিয়ার হরণী ইউনিয়নের চর ঘাসিয়ার জঙ্গলে অবস্থান করে বিভিন্ন নিরীহ মানুষের ট্রলার, গরু-মহিষ ডাকাতি করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার দিবাগত রাতে কোস্টগার্ডের একটি দল তাদের আস্তানায় অভিযান চালায়। অভিযানে ১৪ জন ডাকাতকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়।

এ প্রসঙ্গে হাতিয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় আসামিদের গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার দুপুরের দিকে বিচারিক আদালতে হাজির করা হবে।

এদিকে, নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সেনাবাহিনী পরিচয়ে ডাকাতি করার সময় অস্ত্রসহ ৮ জনকে আটক করে যৌথবাহিনীর কাছে হস্তান্তর করেছে স্থানীয় বাসিন্দারা। আটককৃত আসামিদের সোনারগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।

গতকাল সোমবার সকালে সোনারগাঁ উপজেলার সম্ভুপুড়া ইউনিয়নের মোনারকান্দি গ্রামে এই ঘটনাটি ঘটে। আটককৃতরা হলেন- মো. সালমান (১৯), মো. সাব্বির আলম (১৮), মো. মেহেদী হাসান (২০), মো. বোরহান উদ্দিন  (২০), মো. আব্দুল্লাহ (২০), মো. হাসান (২১), মো. মেহেদী হাসান (২০), মো. তাছিন আহম্মেদ (১৯)। এসময় তাদের কাছ থেকে ২টি শর্টগান, ১টি ছুড়ি, ১টি লোতার রড, ৩টি লাঠি ও ৭ জোড়া বুট উদ্ধার করা হয়।
এ প্রসঙ্গে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারী জানান, আসামিদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মঙ্গলবার তাদের আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  ডাকাতি  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft