মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ: ড. ইউনূস    বৃদ্ধ মজিদের জমি দখল করে কলেজ ক্যাম্পাস নির্মাণ    হাতিয়া ও সোনারগাঁওয়ে ডাকাতির ঘটনায় ২২ জন গ্রেপ্তার    ঘোষণা দিয়ে মাহাবুবুর মোল্লা কলেজে ভাংচুর ও লুটপাটের তাণ্ডব: আহত ৪২    কুমিল্লা মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টের ১৬-তম আসরের উদ্বোধন    কলকাতা পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ বাংলাদেশি পর্যটকদের    ১৮১ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনশেষ বাংলাদেশের   
ব্রহ্মপুত্র নদীর মাঝামাঝি চরে হঠাৎ ধুলোঝড়ে আত্মংকে এলাকাবাসি
রৌমারী প্রতিনিধ
প্রকাশ: শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৯:৩৮ অপরাহ্ন

কুড়িগ্রামের রৌমারী ও উলিপুর উপজেলার ব্রহ্মপুত্র নদীর মাঝামাঝি চরে হঠাৎ ধুলোঝড়ের সৃষ্টি হয় এতে করে হঠাৎ আত্মংক ছড়িয়ে পড়ে এলাকায়। ঐসময় চরের স্থানীয়রা প্রাণ বাচাতে এদিক সেদিক ছুটোছুটি করতে থাকে। এতেকরে বিপাকে পড়ে শিশু ও বৃদ্ধরা। এ ধুলোঝড়টি ঘন্টাখানেক পর পরিস্থিতি স্বাভাবিক হয়। স্থানীয়দের ভাষায় এই ধুলোঝরটাকে (বাইকুরানী) বলা হয়। এ ঘটনাটি ঘটে বৃহস্পতিবার বিকালে ব্রহ্মপুত্র নদের বালুচরে। 

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকালের দিকে রৌমারী ও উলিপুর উপজেলার মাঝামাঝি হঠাৎ করে ব্রহ্মপুত্র নদের বালুচর চর সোনাপুর ও সুখেরচর এলাকার মাঝামাঝি এ ধুলোঝড় শুরু হয়। এ ঝরটি প্রায় আধা কিলোমিটার এলাকা জুড়ে অবস্থান ছিল। পরে এই ধুলোঝরটি পাইপের মতো আকার ধারণ করে বালু আকাশের দিকে উড়ে যাইতে শুরু করে। এ ঝরটি প্রায় এক ঘন্টা ছিলো। এ সব দেখে মুহুর্তের মধ্যে ওইসব এলাকায় ধুলো উড়িয়ে অন্ধকার হয়ে যায়। পরে তাদের শিশু সন্তান, বৃদ্ধ ও গৃহপালিত পশু নিয়ে পরেন বিপদে। এর পরে তারা মুখে গামছাবেধে দ্রুত নিরাপদ স্থানে চলে যায়। এ ঝড়ে ফসলের ক্ষতি হলেও জানমালের কোন ক্ষতি হয়নি বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে এই ধুলোঝড়টির দৃশ্য দুর থেকে দেখতে হাজার হাজার উৎসুক জনতা ভীর জমায়।

চর সোনাপুর গ্রামের আলমগীর হোসেন বলেন, আমি আমার জমিতে কাজ করতে ছিলাম। হঠাৎ করে ঝড়এসে চরের বালু আকাশের দিকে উড়ে যায় এবং পুরো এলাকাটি অন্ধকার হয়। আমরা ভয়ে অনেক দুরে সরে যাই। প্রায় একঘন্টা পর এ ঝড় (বাইকুরানী) থেমে যায়।

সুখেরচর গ্রামের আমিনা বেগম বলেন, আমি বাড়িতে রান্নার পাশাপাশি গরুকে পানি খাওয়াইতে ছিলাম। হঠাৎ তরে অন্ধকার হয়ে যায়। এবং চরের বালু আকাশের দিকে উইরা যাইতে থাকে। এই দেইখা আমরা সববাই ভয় পাইয়া এদিক সেদিক ছোটাছুটি করতে থাকি এবং নিরাপদে চলেযাই। তিনি আরো বলেন, আমর জীবনে এমন বালুর বাইকুরানী (ধুলোঝড়) দেখিনাই। এটা মনেহয় আল্লাহর গজর।

কুড়িগ্রামের রাজারহাট আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, আবহাওয়ার প্রকৃতির উপর নির্বর করে ধুলোঝর, ঘুর্ণীঝর হয়ে থাকে। তবে ব্রহ্মপুত্র নদের চরের এ ধুলোঝরে ফসলের ক্ষতি হলেও জান মালের কোন ক্ষতি হয়নি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft