মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ: ড. ইউনূস    বৃদ্ধ মজিদের জমি দখল করে কলেজ ক্যাম্পাস নির্মাণ    হাতিয়া ও সোনারগাঁওয়ে ডাকাতির ঘটনায় ২২ জন গ্রেপ্তার    ঘোষণা দিয়ে মাহাবুবুর মোল্লা কলেজে ভাংচুর ও লুটপাটের তাণ্ডব: আহত ৪২    কুমিল্লা মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টের ১৬-তম আসরের উদ্বোধন    কলকাতা পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ বাংলাদেশি পর্যটকদের    ১৮১ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনশেষ বাংলাদেশের   
হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি করতে পারে ইসরাইল
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ৫:২০ অপরাহ্ন

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে ইসরাইল একটি যুদ্ধবিরতি চুক্তির দিকে অগ্রসর হচ্ছে বলে খবর প্রকাশ করেছে সংবাদ সংস্থা রয়টার্স।

সংবাদ মাধ্যম অ্যাক্সিওস-এর সংবাদদাতা বারাক রাভিদ রোববার তার এক্স হ্যান্ডেলে একজন সিনিয়র ইসরাইলি কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্যটি পোস্ট করেছেন,

ইসরাইলের রাষ্ট্রীয় গণমাধ্যম কানের প্রতিবেদনে, একজন ইসরাইলি কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে যে লেবানন একটি চুক্তির বিষয়ে কোনও সবুজ সংকেত দেয়নি, অর্থাৎ যুদ্ধবিরতির প্রস্তাবটি এখনও চূড়ান্ত অনুমোদন পায়নি।

কেননা দুই পক্ষের মধ্যে বিদ্যমান সমস্যাগুলোর এখনও সমাধান হয়নি। বেশ কয়েকটি বিষয় নিয়ে আরো আলোচনা প্রয়োজন।

তবে তেল আবিব যুদ্ধবিরতির প্রস্তাবের মূল নীতিগুলোকে অনুমোদন করছে বলে একাধিক ইসরাইলি সংবাদমাধ্যম জানিয়েছে।

গত সপ্তাহে হিজবুল্লাহর প্রধান নাইম কাশেম জানিয়েছেন, যুদ্ধবিরতির জন্য আমেরিকান প্রস্তাব তারা পর্যালোচনা করেছে এবং পার্লামেন্টের স্পিকার নাবিহ বেরির মধ্যস্থতার মাধ্যমে তাদের প্রতিক্রিয়া জমা দিয়েছে।

এর আগে মার্কিন বিশেষ দূত আমোস হোচস্টেইন বৈরুত, জেরুজালেম সফর করে সবপক্ষের সঙ্গে বৈঠক করে বলেছেন সম্ভাব্য চুক্তিটি নিয়ে এগিয়ে যাওয়ার এটাই শেষ সুযোগ।

সম্ভাব্য মার্কিন যুদ্ধবিরতি প্রস্তাব অনুযায়ী, প্রাথমিকভাবে ৬০ দিনের যুদ্ধবিরতিতে যেতে পারে ইসরাইল ও হিজবুল্লাহ। একে একটি স্থায়ী যুদ্ধবিরতির ভিত্তি হিসেবে দেখা হচ্ছে।

যদিও এই যুদ্ধবিরতি চুক্তি নিয়ে চলমান আলোচনার মধ্যেই দুই পক্ষের পাল্টাপাল্টি হামলা চলছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  হিজবুল্লাহ   ইসরাইল  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft